একটি অনুষ্ঠানে যোগ দিতে ওমানের মাসকটে রয়েছেন নায়ক শাকিব। শনিবার রাতে ওই অনুষ্ঠানে স্টেজে ওঠার আগে ছেলে আব্রাম জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন শাকিব। পরে সেই ভিডিও ক্লিপ ফেসবুকে আপলোড দেন।

বাবা-ছেলের খুনসুটির ৫২ সেকেন্ডের সেই ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি পোস্ট করে শাকিব লিখেন, ওমানে শো এর আগে আব্রামের কল।

প্রথম পক্ষের স্ত্রী অপু বিশ্বাসের সন্তান জয়ের সঙ্গে কথা বলার সেই ভিডিও ফেসবুকে শেয়ার করে শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী লিখেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক। ভালোবাসা এবং শ্রদ্ধা শাকিব খান।’

ভিডিওটি শেয়ার করে বুবলীও বেশ প্রশংসা পাচ্ছেন। কারণ অনেকে যখন ভাবছেন এই ভিডিও দেখে ফের 'কথা যুদ্ধে' নামবেন বুবলী। কিন্তু সবাইকে অবাক করে শাকিবের পোস্ট করা ভিডিওটি বুবলী পেজে শেয়ার করলেন। প্রশংসাও পাচ্ছেন অনেকের। 

অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন তার স্বামী শাকিব খান। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।

এরপর ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসাবে অপুকে ডিভোর্সের ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব। আর সেই খবর বুবলী প্রকাশ্যে নিয়ে আসেন ১৫৩৬ দিন পর।