- বিনোদন
- নারীরা হলো পরিচর্যাকারী, তারাই এই পৃথিবীর স্রষ্টা: মনিষা
নারী দিবস
নারীরা হলো পরিচর্যাকারী, তারাই এই পৃথিবীর স্রষ্টা: মনিষা

‘এক ছোটিসি লাভস্টোরি’, ‘খামোশি’, ‘জানে দুশমন’ বলিউডের এমন সুপারহিট ছবির নেপালী বংশোদ্ভূত নায়িকা মনীষা কৈরালার ক্যারিয়ারের সেই সোনালী সময় নেই আর। তবে পর্দায় তার গভীর চাহনি আর মিষ্টি হাসি দিয়ে ছড়ানো মুগ্ধতা এখনো বহু হৃদয়ে স্মৃতি হয়ে আছে।
বুধবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, নারী হওয়ার কারণে ক্যারিয়ারে অনেক বেশি বাধার সম্মুখীন হয়েছেন, বিভিন্ন বৈষ্যম্যের শিকার হয়েছেন।
মনিষা বলেন, ‘কিছু প্রতিবন্ধকতা এখনও রয়ে গেছে এবং আমি আশা করি কোনও একদিন থাকবে না। কারও লিঙ্গের ওপর ভিত্তি করে নয়, বরং কাজ অনুযায়ী প্রত্যেকে পারিশ্রমিক পাবে, আমার প্রত্যাশা এই বিষয়টি একদিন সবার কাছেই স্বাভাবিক হয়ে উঠবে।’
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরুষের তুলনায় নারীরা অনেক বেশি নিন্দার শিকার হন উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হয় নারীরা অবশ্যই অনেক দুর্বল, এ কারণে তারা শুধু সামাজিক মাধ্যমে নয়, বরং সবখানেই নিন্দার শিকার হয়। একজন পুরুষের তুলনায় নারীকে দ্রুত বিচার করে সমাজ। আসলে যিনিই দুর্বল হন, তাকেই আক্রমণের শিকার হতে হয়। কিন্তু আমি আশা করি সময়ের অগ্রগতির সঙ্গে এবং শিক্ষার আলো ছড়িয়ে যাওয়ার মাধ্যমে নারীরা একে-অন্যকে আরও বেশি সমর্থন করবেন।’
যদি সামর্থ্য থাকে, তাহলে নারীর জন্য পৃথিবীর কোন জিনিসটা পরিবর্তন করতে চান? এমন প্রশ্নের জবাবে মনীষা কৈরালা বলেন, ‘নারীর সমর্থনে কাজ করা নারীদের ওপর জোর দেবো আমি। এটা আমার পর্যবেক্ষণ যে, নারীবাদ ছেড়ে নারীরা পুরুষের সমর্থনে থাকে! তাদের বোঝা উচিত যে, তারা হলো দুর্গা, কালী ও ভগবতী। যখন একজন নারী তার যোগ্যতা ও ক্ষমতা বুঝবে, সে তখন অদম্য শক্তিতে রূপ নিতে পারবে। নারীরা হলো পরিচর্যাকারী, তারাই এই পৃথিবীর স্রষ্টা। শুধু তারাই নিজেদের মূল্য ও শক্তি উপলব্ধি করে না। আমি চাই, প্রত্যেক নারী এটা উপলব্ধি করুক এবং নিজের আলোয় আলোকিত হোক।’
সর্বশেষ মনীষা কৈরালাকে গেছে ‘শেহজাদা’ সিনেমায়। যেটি মুক্তি পেয়েছে গত ১৭ ফেব্রুয়ারি। এতে তিনি কার্তিক আরিয়ানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।
মন্তব্য করুন