- বিনোদন
- সৌরভের বায়োপিকে রনবীরের জায়গায় আয়ুষ্মান
সৌরভের বায়োপিকে রনবীরের জায়গায় আয়ুষ্মান

ছবি: ফাইল
ভারতীয় ক্রিকেটের দাদা খ্যাত সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মানের সিদ্ধান্ত হয়েছে। সাবেক এই অধিনায়ক এবং বিসিসিআই প্রেসিডেন্টের বায়োপিকের জন্য অভিনেতা-অভিনেত্রী বাছাইয়ের কাজ চলছে বলে খবর। এর মধ্যে খবর এসেছিল সৌরভের চরিত্রে অভিনয় করবেন রনবীর সিং।
তবে নতুন সিনেমার প্রচারণায় থাকা রনবীর সংবাদ মাধ্যমকে বলেছেন, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয় করতে পারা হতো দারুণ কিছু। কিন্তু তাকে এখন পর্যন্ত বায়োপিকে কাজ করার জন্য প্রস্তাব দেওয়া হয়নি।
তার ওই মন্তব্যের পর সৌরভের চরিত্রে কে কাজ করবেন তা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙতে পছন্দ করা আয়ুষ্মান খুরানাকে নেওয়া হবে মূল চরিত্রে অভিনয় করার জন্য। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রনবীর সিং ভালো ক্রিকেট খেলেলেও তিনি ডানহাতে ব্যাটিং করেন। বাঁ-হাতে ব্যাটিংয়ের ক্ষেত্রে তিনি একেবারেই আনাড়ি। ক্যারিয়ারে দুর্দান্ত বাঁ-হাতি ব্যাটার থাকা সৌরভকে তাই বিগ স্ক্রিনে তার পক্ষে ফুটিয়ে তোলা কঠিন হতে পারে।
অন্যদিকে আয়ুষ্মান খুরানা ডান হাতে যেমন ব্যাটিং করতে পারেন তেমনি বাঁ-হাতে ব্যাটিংয়েও পারদর্শী। একাধারে গান ও অভিনয়ে সমান স্বাক্ষর রাখা আয়ুষ্মানকে তাই বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখা হচ্ছে।
মন্তব্য করুন