ঝিনাইদহে মাদক মামলায় মালেক মন্ডল নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আর‌ো ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

রোববার দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় দেন। মালেক মন্ডল মহেশপুর উপজেলার কালুহুদা গ্রামের ভিকে মন্ডলের ছেলে।

রায়ের সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ মাদক মজুত আছে এমন সংবাদের প্রেক্ষিতে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর রাতে মহেশপুর উপজেলার কালুহুদা গ্রামের মালেক মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেসময় ঘরের কোণে বস্তায় মোড়ানো অবস্থায় ১৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরে মহেশপুর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পুলিশ। সেই মামলায় পুলিশ ওই বছরের ৩১ অক্টোবর আদালতে চুড়ান্ত অভিযোগপত্র দাখিল করে।
মামলার শুনানি শেষে আদালত মালেক মন্ডলকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন।