বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সাউদাম্পটনের বিপক্ষে গোল শূন্য সমতা করেছে এরিক টেন হ্যাগের দল। তার চেয়ে বড় ধাক্কা হলো চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন দলটির অন্যতম সেরা তারকা কাসেমিরো। 

ম্যাচের ৩৮ মিনিটে কার্লোস আলকারেজকে ফাউল করেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। তাকে হলুদ কার্ড দেন রেফারি। কিন্তু প্রতিপক্ষ তাতে সন্তুষ্ট না হওয়ায় ভিএআর চেক করা হয়। এরপর লাল কার্ড দেখিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারকে মাঠ ছাড়ার নির্দেশ দেন ম্যাচ পরিচালক। 

ওই লাল কার্ডের কারণে চার ম্যাচ ম্যানইউ-এর হয়ে খেলতে পারবেন না কাসেমিরো। কারণ মৌসুমে এটি তার দ্বিতীয় হলুদ কার্ড। তাও তিনি তিনটি লিগ ম্যাচ ও সব মিলিয়ে পাঁচ ম্যাচের ব্যবধানে দুটি লাল কার্ড দেখেছেন। যে অভিজ্ঞতা রিয়াল মাদ্রিদে দীর্ঘ ক্যারিয়ারে হয়নি তার। 

নিয়ম অনুযায়ী, তাকে এখন চার ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের সূচি অনুযায়ী, এফএ কাপের শেষ আটে ফুলহামের বিপক্ষে ১৯ মার্চ, প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ২ এপ্রিল, ব্রেনফোর্ডের বিপক্ষে ৫ এপ্রিল এবং এভারটনের বিপক্ষে ৮ এপ্রিল খেলতে পারবেন না তিনি। তবে মার্চের আন্তর্জাতিক সূচিতে ব্রাজিলের হয়ে খেলতে তার বাধা নেই।   

ম্যাচের প্রথমার্ধে কাসেমিরো লাল কার্ড দেখায় ঘরের মাঠে হারের শঙ্কায় পড়েছিল ম্যানইউ। সাউদাম্পটন তাদের চেয়ে বলের দখল, গোলে শট নেওয়ার লড়াইয়ে এগিয়ে ছিল। কিন্তু ম্যানইউ-এর আর্জেন্টাইন সেন্ট্রাল ডিফেন্ডার লিয়ান্দ্রো মার্টিনেজ তার রক্ষণ দেয়াল তুলে দলকে রক্ষা করেছেন।