- বিনোদন
- অস্কারের মঞ্চে কালো গাউনে নজরকাড়া দীপিকা
অস্কারের মঞ্চে কালো গাউনে নজরকাড়া দীপিকা

যে কোনও বড় অনুষ্ঠানের আগে বলিউড অভিনেত্রী দীপিকা কী পরবেন, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে যায় বেশ কয়েক দিন আগে থেকেই। এ বারও তার ব্যতিক্রম হয়নি। কান চলচ্চিত্র উৎসবের পর এ বার অস্কারের মঞ্চে দর্শকের মন জয় করে নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অস্কারের মঞ্চে কালো পোশাকে দীপিকার ঝলক মুগ্ধ করেছে দর্শকদের।
অস্কারের মঞ্চে দীপিকা পাড়ুকোন পরেছিলেন ভিতোঁর মারমেইড স্টাইলের কালো গাউন, হাতে কালো গ্লাভস। অভিনেত্রী এদিন বেছে নেন হিরার গয়না। চুল বেঁধেছিলেন মেসি বানে। খুব বেশি চড়া মেকআপ নয়, হালকা বেস, ন্যুড লিপস্টিক আর উইঙ্গড আইলাইনার দিয়েই দীপিকা সেরেছেন সন্ধ্যার সাজ।
অস্কারের রেড কার্পেটে ছবি তোলার জন্য এদিন পোজ দেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। দীপিকার সেই ছবিগুলি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
অস্কারে এবারে পরিবেশক ছিলেন দীপিকা পাড়ুকোন। মঞ্চে এদিন রাজামৌলির ছবি 'আরআরআর'-এর নাটু নাটু গানটির লাইভ পারফরমেন্সের সময় ঘোষণাও করেন তিনি। ইতোমধ্যে 'বেস্ট অরিজিনাল সং' ক্যাটাগরিতে সেই 'নাটু নাটু' গান জিতে নিয়েছে অস্কার পুরস্কার।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।
মন্তব্য করুন