- বিনোদন
- নেপালে একা পর্বতারোহণে নিষেধাজ্ঞা
নেপালে একা পর্বতারোহণে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
নেপালের পাহাড়ি এলাকায় একা ভ্রমণ বা পর্বতারোহণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। মাউন্ট এভারেস্টে একা ট্র্যাকিংয়ে নিষেধাজ্ঞার পাঁচ বছর পর এমন সিদ্ধান্ত জানাল দেশটি।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সিএনএন।
বিশ্বের আটটি উচ্চতম পর্বতের দেশ নেপাল। তবে দেশটি তার সুন্দর গ্রামীণ ট্র্যাকিং অঞ্চলের জন্য আরও বেশি পরিচিত। কিন্তু এখন থেকে, ভ্রমণকারীরা যারা প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ বা ট্র্যাকিং করতে চায় তাদের অবশ্যই সরকারি লাইসেন্সপ্রাপ্ত গাইড ভাড়া করতে হবে বা একটি গ্রুপে যোগ দিতে হবে।
আরও পড়ুন: ডোলমা খাং শিখরে লাল-সবুজ পতাকা
নেপালের প্রধান অর্থ উপার্জনকারী উৎসব ট্যুরিজম। তবে কোনো ভ্রমণকারী বা হাইকার যখন হারিয়ে যান তখন তাদের উদ্ধার অভিযান আরও ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। সিএনএন।
নেপাল ট্যুরিজম বোর্ডের পরিচালক মণি আর. লামিছানে বলেন, যখন আপনি একা ভ্রমণ করছেন, জরুরি পরিস্থিতিতে আপনাকে সাহায্য করার জন্য কেউ নেই। আপনি যদি শহরের মধ্যে একা ভ্রমণ করেন তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু দুর্গম পাহাড়ে একা ভ্রমণ বিপদজনক। কেননা সে সব এলাকায় উদ্ধার অভিযান চালানোর মতো সুযোগ সুবিধা খুবই কম।
তিনি আরও বলেন, ভ্রমণকারীরা সাধারণত দূরবর্তী পথ বা পাহাড়ি এলাকায় একা ঘুরতে গিয়ে বিপদে পড়েন। পরে তাদের খুঁজে পাওয়া যায় না বা মৃত অবস্থায় পাওয়া যায়। এমনকি সরকারের পক্ষ থেকেও উদ্ধার অভিযান চালিয়ে তাদের খুঁজে পাওয়া যায় না।
মন্তব্য করুন