- বিনোদন
- বিকেলে মেসির দেশ আর্জেন্টিনার মুখোমুখি বাংলাদেশ
বিকেলে মেসির দেশ আর্জেন্টিনার মুখোমুখি বাংলাদেশ

ফুটবল তারকা লেভান্ডোভস্কির দেশ পোল্যান্ডের বিপক্ষে বড় জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ইরাকের কাছে হেরেছে কিংবদন্তি লিওনেল মেসির দেশের কাবাডি দল। লাতিন আমেরিকার দেশটি প্রথমবার এ টুর্নামেন্টে খেলতে এসেছে। আজ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আর্জেন্টিনা। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে।
আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার বলেন, 'আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে আমাদের একটি জয় আছে। সে ম্যাচটি আমরা ৮০-৮ পয়েন্টে জিতেছিলাম। তবে আমি বর্তমান দলের খেলার ভিডিও দেখেছি। মনে হয় সেই দল আর এখন নেই। তাদের এই দলকেও আমরা হারাতে চাই।'
এবারের টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে। আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, ইরাক, কেনিয়া, ইংল্যান্ড, পোল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ। এবারই প্রথম অংশ নিচ্ছে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।
আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, এ আসরটিকে এশিয়া অঞ্চলের কোয়ালিফায়ার হিসেবেও গণ্য করা হচ্ছে। অংশ নিতে চলা এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা দুটি দল সরাসরি ২০২৪ কাবাডি বিশ্বকাপে খেলবে।
মন্তব্য করুন