- বিনোদন
- বাগেরহাটে চোর সন্দেহে দিনমজুরকে নির্যাতন, এখনও গ্রেপ্তার হয়নি কেউ
বাগেরহাটে চোর সন্দেহে দিনমজুরকে নির্যাতন, এখনও গ্রেপ্তার হয়নি কেউ

বাগেরহাটের মোল্লাহাটে চোর সন্দেহে এক দিনমজুরকে বেঁধে অমানুষিক নির্যাতন করেছে স্থানীয় কয়েকজন। গত শনিবার উপজেলার গাংনী ইউনিয়নের ঘোষগাতি বাজারে এ ঘটনার দুটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ঘটনার তিন দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ছাড়া অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসা করার অভিযোগ উঠেছে।
নির্যাতনের শিকার দিনমজুর শেখ মনিরুজ্জামান (৪২) এখন মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁর বাড়ি উপজেলার পূর্ব দারিয়ালা গ্রামে। ভূমিহীন হওয়ায় তিনি গাংনী মাতারচর আশ্রয়ণ প্রকল্পে সরকারের দেওয়া একটি ঘরে থাকেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভ্যান থেকে নামিয়ে এক ব্যক্তি মনিরুজ্জামানকে ছাগল চোর আখ্যা দিয়ে গামছা দিয়ে দুই হাত বাঁধছে। এর মধ্যেই আরও কয়েকজন এসে লাঠি দিয়ে মারতে শুরু করে। তিনি চোর নয় বলে আকুতি জানালেও কেউ থামেনি। এক পর্যায়ে জ্ঞান হারালে সেই অবস্থায়ও তাঁকে মারধর করা হয়। পরে জ্ঞান ফিরলে কয়েকজন তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন ছাগল চুরির পাশাপাশি এলাকায় গরুর চুরির জন্যও তাঁকে অভিযুক্ত করা হয়।
আহত মনিরুজ্জামান জানান, ঘটনার দিন অসুস্থ একটি ছাগলের বাচ্চা নিয়ে তিনি আর তাঁর চাচা জাহিদ মোল্লাহাট পশু হাসপাতালে যান। সেখানে চিকিৎসা শেষে ফেরার পথে ঘোষগাতি বাজার এলাকায় পৌঁছালে ভ্যানের ওপর থাকা জাহিদকে একজন লাঠি দিয়ে বাড়ি দেয়। ওই সময় ভয়ে জাহিদ পালিয়ে গেলে চুরির অভিযোগ এনে তাঁকে বেধড়ক মারধর করা হয়। তিনি বলেন, স্থানীয় ওয়ার্কশপ কর্মী মাহামুদ ছাড়া তিনি কাউকে চিনতে পারেননি।
স্থানীয় দুই যুবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকায় গরু চুরি বেড়েছে। এ বিষয়ে পুলিশকে জানালেও কোনো সুরাহা হয়নি। এ জন্য মানুষ আইন হাতে তুলে নিচ্ছে।
মোল্লাহাট থানার ওসি সোমেন দাস জানান, ঘটনা জানার পর উভয় পক্ষকে থানায় ডাকা হয়। তাদের দাবি, এটি ভুল বোঝাবুঝি। আর্থিক সমস্যার কথা বলে ভুক্তভোগীর পরিবার মামলা করেনি। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ২০ হাজার টাকা দেওয়ার আশ্বাস এবং ভয়ভীতি দেখিয়ে পরিবারটিকে মামলা করতে দেওয়া হয়নি।
মন্তব্য করুন