গাজীপুর মহানগরে অটোরিকশার চালক জাহিদ হত্যার ঘটনায় তাঁর বন্ধু রিফাতসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যজন হলেন রিফাতের বন্ধু নাজমুল। তাঁরা মহানগরের দেশীপাড়া এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, দেশীপাড়া এলাকার চিহ্নিত ছিনতাইকারী আল আমিনের বোনের প্রেমে পড়েন হযরত আলীর ছেলে অটোচালক জাহিদ। ওই মেয়ের প্রেমে পড়েন জাহিদের বন্ধু রিফাতও। গত ৪ মার্চ রাতে জাহিদ অটোরিকশা নিয়ে বের হন। রাতে রিফাত ও তাঁর কয়েকজন বন্ধু মিলে জাহিদকে হত্যা করে অটোরিকশা নিয়ে যান। পরদিন দেশীপাড়া এলাকা থেকে জাহিদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা হত্যা মামলা দায়ের করেন।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি জিয়াউল ইসলাম বৃহস্পতিবার জানান, মেয়েটির বড় ভাই আল আমিনের বিরুদ্ধে থানায় ৮টি ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। এ হত্যার ঘটনায় মঙ্গলবার আল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রিফাত ও নাজমুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তারা হত্যার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, প্রেমিকাকে পেতে জাহিদকে হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে রিফাত। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও জাহিদের মোবাইল ফোন উদ্ধার করা হয়।