- বিনোদন
- পঞ্চগড়ে সহিংসতার ঘটনায় আরও এক মামলা, মোট গ্রেপ্তার ২০০
পঞ্চগড়ে সহিংসতার ঘটনায় আরও এক মামলা, মোট গ্রেপ্তার ২০০

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায় ও পুলিশের ওপর হামলা (ফাইল ফটো)
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায় ও পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ হত্যার ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে। এ নিয়ে ২৭ মামলায় মোট গ্রেপ্তার করা হলো ২০০ জনকে। এর মধ্যে সদর থানায় একটি হত্যাসহ ২২ এবং বোদা থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়।
শুক্রবার সকালে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা এসব তথ্য জানান। তিনি বলেন, ২৭ মামলায় ১৫ হাজারের মতো অজ্ঞাত আসামি করা হয়েছে। ভিডিও ফুটেজ, সিসিটিভি দেখে এবং তদন্তের মাধ্যমে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, আহমদ নগরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
গত ৩ মার্চ শুক্রবার আহমদনগরে আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিতে সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ সমর্থক মুসল্লিরা বিক্ষোভ করেন। এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। সংঘর্ষে দুই যুবক মারা যান। রাত ৮টায় ঘোষণা দিয়ে জলসা বন্ধ করা হয়। পরদিন শনিবার গুজব ছড়িয়ে আবারও আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।
মন্তব্য করুন