- বিনোদন
- ম্যানসিটিতে চুক্তি বাড়ালেন বিশ্বকাপজয়ী আলভারেজ
ম্যানসিটিতে চুক্তি বাড়ালেন বিশ্বকাপজয়ী আলভারেজ
-samakal-6414734e56f84.jpg)
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা ফুটবলার হুলিয়ান আলভারেজ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত সিটিতে খেলবেন তিনি। সেই সঙ্গে বেড়েছে আলভারেজের বেতনও।
চুক্তি নবায়ন শেষে আলভারেজ বলেন, 'এটা আমার এবং আমার পরিবারের জন্য খুবই গর্বের ব্যাপার। সিটি আমার ওপর অনেক ভরসা করেছে যেটা সত্যিই দুর্দান্ত। প্রথম মৌসুমে আমি এখানে অনেক খুশি। আমার আরও অনেক কিছু আছে ক্লাবকে দেওয়ার মতো। আমি জানি আমি আরও ভালো করতে পারবো। এবং সিটিকে আমার প্রতিভার সবটুকু উজাড় করে দিতে পারবো।'
কাতার বিশ্বকাপে ৪ গোল করে আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন আলভারেজ। আর্লিং হলান্ডের উপস্থিতিতে সেভাবে পাদপ্রদীপের আলোয় না আসলেও এই তরুণ এরই মধ্যে নিজেকে চিনিয়েছেন। ইংল্যান্ডে নিজের প্রথম মৌসুমে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে করেছেন ১০ গোল।
মন্তব্য করুন