- বিনোদন
- গুলশান ক্লাবকে হারিয়ে ঢাকা বোট ক্লাবের শ্রেষ্ঠত্ব অর্জন
গুলশান ক্লাবকে হারিয়ে ঢাকা বোট ক্লাবের শ্রেষ্ঠত্ব অর্জন

গুলশান ক্লাবকে হারিয়ে আন্ত:ক্লাবের শ্রেষ্ঠত্ব অর্জন করলো ঢাকা বোট ক্লাব। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ-(ইউল্যাব) এর মোহাম্মদপুর ক্যাম্পাস ক্রিকেট গ্রাউন্ডে সুপার ওভারে গুলশান ক্লাবকে হারিয়ে দেয় ঢাকা বোট ক্লাব।
টস জিতে গুলশান ক্লাবকে ফিল্ডিংয়ে পাঠান বোট ক্লাবের ক্যাপ্টেন ফুয়াদ। বোট ক্লাবের দুই ওপেনার রাজীব এবং সাইমন শুরু থেকেই মারমুখী হয়ে খেলতে থাকেন। সেই মাত্রা আরো বেড়ে যায় সাইমনের উইকেট পতনের পর। ওয়ান ডাউনে কায়সার ব্যাটিংয়ে নেমেও আক্রমণাত্মক হয়ে উঠেন। রাজীব এবং কায়সার পাল্লা দিয়ে চার-ছয়ে বোট ক্লাবের বড় রানের ভিত গড়ে দেন। এই দুই ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৯২ রানের স্কোর গড়ে বোট ক্লাব।
১৯৩ রানের টার্গেটে শুরুটা ভালো হয় গুলশান ক্লাবেরও। প্রায় শত রানের কাছে প্রথম উইকেট হারায় তারা। এরপর পুরো ম্যাচেই উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বীতা চলতে থাকে। গুলশান ক্লাবও নির্ধারিত ২০ ওভারে ১৯২ রান করে।
পরে সুপার ওভারে গুলশান ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে এক উইকেটে মাত্র ৪ রান করে। যা ঢাকা বোট ক্লাব মাত্র ২ বলেই ৬ রান করে ম্যাচে জয়লাভ করে। অনবদ্য ব্যাটিংয়ে ম্যাচ সেরার পুরষ্কার পান ঢাকা বোট ক্লাবের রাজীব। ম্যাচ শেষে উভয় ক্লাবের কর্মকর্তারা বিজয়ী দল ও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন।
মন্তব্য করুন