হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলিউড তারকা সালমান খানকে। তবে এ বার আর প্রাণে মারার হুমকি নয়। বলিউড অভিনেতাকে সরাসরি বলা হয়েছে, সামনাসামনি দেখা করতে। একই সঙ্গে হুঁশিয়ারি— কথা না শুনলে ‘ঝটকা’ খাবেন অভিনেতা।

শনিবার রাতে ই-মেইলে এসেছে ওই হুমকি চিঠি। অফিসের কাজের জন্য সালমান যে ই-মেইল আইডি ব্যবহার করেন সেখানেই পাঠানো হয়েছে মেইলটি। এই ঘটনায় অভিনেতার অভিযোগ পেয়ে একটি এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ। একই সঙ্গে তারা জানিয়েছে, ইমেলটি পরীক্ষা করে দেখছেন তারা।

ই-মেইলটি পাঠানো হয়েছে মোহিত গর্গ নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে। ই-মেইলটি যে সরাসরি সালমান পড়বেন না, তা বুঝেই লেখা হয়েছে। 

ই-মেইলে প্রেরক যা লিখেছেন তার আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায়, 'গোল্ডি ভাই (গোল্ডি ব্রার) কথা বলতে চায় তোর বস সালমানের সঙ্গে। ... কিছু হিসাব চোকাতে হবে। কথা বলিয়ে দিস। কথা হবে মুখোমুখি। সেটা বলে দিস। এখনও হাতে সময় আছে। তাই মনে করিয়ে দিলাম। সময় পেরিয়ে গেলে আর মনে করাবো না। তখন শুধু ঝটকা দেব।'

শনিবার রাতে এই ই-মেইল এসেছে। তার আগে অবশ্য শনিবারই সলমনকে নিয়ে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের একটি সাক্ষাৎকারও প্রকাশ্যে এসেছে। সেই সাক্ষাৎকারে লরেন্স সরাসরিই সালমানকে খুন করার হুমকি দিয়েছেন। এমনকি, এ কথাও বলেছেন যে, সালমানকে খুন করাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। সিধু মুসেওয়ালা হত্যা মামলায় ইতিমধ্যেই জেলবন্দি লরেন্স। তবে তার পরও হুঙ্কার থামেনি তাঁর। 

জেলে বসেই দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'সালমানকে ক্ষমাপ্রার্থনা করতে হবে। তা না হলে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। রাবণের থেকেও বেশি অহঙ্কার সালমানের। ও ভীষণ একগুঁয়ে।' 

শনিবার সালমানকে পাঠানো হুমকি মেইলে এই সাক্ষাৎকারের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। প্রেরক মোহিত লিখেছেন, 'লরেন্সের ইন্টারভিউ নিশ্চয়ই দেখেছে তোর বস। যদি না দেখে থাকে তবে দেখে নিতে বল।'

এই ই-মেইল পাওয়ার পরই সালমানের ম্যানেজার তথা বন্ধু প্রশান্ত গুন্জলকর অভিযোগ করেন মুম্বাই পুলিশের কাছে। পুলিশ লরেন্সসহ গোল্ডি এবং মোহিতের বিরুদ্ধে এফআইআর করেছে। উল্লেখ্য, গোল্ডি কানাডার গ্যাংস্টার এবং লরেন্সের ঘনিষ্ঠ।