- বিনোদন
- ইউটিউবে নিজের রেডিও
ইউটিউবে নিজের রেডিও

ইউটিউব একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম মাধ্যম। কিন্তু সম্প্রতি ইউটিউব মিউজিক অ্যাপের মধ্যে ‘ক্রিয়েট এ রেডিও’ নামে একটি ফিচার এনেছে প্ল্যাটফর্মটি। তবে আগে ব্যবহারকারীরা বিদ্যমান বিভিন্ন প্লেলিস্ট, রেডিও বা অ্যালবাম থেকে বাছাই করে গান শোনার সুযোগ পেতেন। তা ছাড়া এখন থেকে এ ফিচার অপশনের মাধ্যমে ব্যবহারকারী নিজস্ব রেডিও তৈরি করতে পারবে। এ ফিচার সুনির্দিষ্ট উপায়ে অনেকটা রেডিও ফিচারের মতোই কাজ করবে। এখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০ জন শিল্পী বাছাই করে নিজস্ব ‘রেডিও স্টেশন’ বানাতে পারবেন। তবে ব্যবহারকারীরা চাইলে একজনকে নিয়েও এ যাত্রা শুরু করতে পারবেন।
এটি পেতে ব্যবহারকারীকে ইউটিউব মিউজিক অ্যাপের মধ্যে মিউজিক বা অ্যালবামের পাশে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে এবং ‘র্স্টাট রেডিও’ অপশনটি বেছে নিতে হবে। এটি নির্বাচিত ট্র্যাক বা অ্যালবামের একই রকম বেশ কয়েকটি গান নিয়ে একটি রেডিও স্টেশন তৈরি করবে। এটিতে ব্যবহারকারীর গান শোনার হিস্ট্রি এবং নির্দিষ্ট গান অথবা বাছাইকৃত শিল্পীর ওপর ভিত্তি করে নতুন গান বাজাবে। তা ছাড়া এটি শ্রোতাদের পছন্দ অনুযায়ী একটি প্লেলিস্ট বানাবে।
ক্রিয়েট এ রেডিও ফিচারটি একটি শ্রোতার নিজস্ব প্লেলিস্ট তৈরি করে। যেখানে শ্রোতার নির্বাচিত শিল্পীদের গান থাকবে। এটি মূলত ব্যবহারকারীকে তাঁর সংগীত টিউন করতে দিবে। পাশাপাশি একটি টিউন বাটনের মাধ্যমে গানের তালিকা সম্পাদনাসহ শিল্পীদের যুক্ত অথবা রিমুভ করার সুবিধা দিয়ে থাকবে।
সর্বোপরি এটি ব্যবহারকারীদের নতুন সংগীত তৈরির পাশাপাশি তাঁদের আগ্রহ এবং পছন্দের দরকারি ফিচারগুলোর মধ্যে একটি।
ইউটিউব মিউজিক অ্যাপে যেভাবে রেডিও স্টেশন খুলবেন:
১. শুরুতেই ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোনে ইউটিউব মিউজিক অ্যাপটি ওপেন করা না থাকলে ওপেন করে নিতে হবে।
২. ‘ক্রিয়েট এ রেডিও’ অপশনটিতে ট্যাপ করে নিচের দিকে স্ক্রল করলে ‘ইউর মিউজিক টিউনার’ এ লেভেল করা হবে।
৩. ট্যাপ করার পর ৩০ জন শিল্পী বাছাই করা যাবে– এমন একটি গ্রিড আপনার সামনে প্রদর্শিত হবে।
৪. একবার নির্বাচন করা হলে তারপর সংগীত নির্বাচন বা শিল্পীদের ধারাবাহিকতার জন্য পরিচিত, মিশ্রিত এবং অপরিচিত অনুযায়ী ঠিক করুন।
৫. ইউটিউব মিউজিকটি ফিল্টার করার সুযোগও দিবে। এগুলো হলো পপুলার, ডিপ কাটস, নিউ রিলিজসহ পপ-আপ, চিল, আপবিট, ডাউনবিট ও ফোকাস।
৬. সর্বশেষ আলতো করে ‘ডান’ বাটনে চাপলেই পছন্দের ওপর ভিত্তি করে গানসহ রেডিও স্টেশন তৈরি হয়ে যাবে।
মন্তব্য করুন