- বিনোদন
- নদী-খাল ছাড়া জলাবদ্ধতা দূর হবে না: চসিক মেয়র
নদী-খাল ছাড়া জলাবদ্ধতা দূর হবে না: চসিক মেয়র

তিনি বলেন, একের পর এক খাল ও নদী ভরাট এবং খেলার মাঠ বেদখল হয়ে যাওয়া হতাশাজনক। নগরের জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি কর্ণফুলী নদী ও খালগুলোকেও রক্ষা করতে হবে।
আজ বুধবার নগরের ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের পাঠানিয়াগোদা সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, বাকলিয়া থেকে মোহরা-চান্দগাঁওসহ চট্টগ্রামের নিচু এলাকাগুলোর মানুষ জলাবদ্ধতা সমস্যায় কষ্ট পাচ্ছেন। প্রধানমন্ত্রী সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করে চট্টগ্রামবাসীর জলাবদ্ধতা সমস্যার সমাধান করছেন। কিন্তু দখল ও দূষণের কারণে কষ্ট যেন আবারও চেপে না বসে। সেদিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, এসরারুল হক, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন