- বিনোদন
- ভোটের পর সরকার এখন বাঁচার অধিকারও কেড়ে নিচ্ছে
ফরিদপুরে বাম নেতারা
ভোটের পর সরকার এখন বাঁচার অধিকারও কেড়ে নিচ্ছে

শহরের মুজিব সড়কের জনতা ব্যাংকের মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় - সমকাল
বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, চারদলীয় ঐক্যজোট সরকার ছিল চোর আর বর্তমান মহাজোট সরকার হলো ডাকাত। তারা রাতের আঁধারে ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে আছে। এই সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন জনগণের বাঁচার অধিকারও কেড়ে নিচ্ছে।
বুধবার বিকেলে শহরের মুজিব সড়কের জনতা ব্যাংকের মোড়ে বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন। ‘দাম কমাও, প্রাণ বাঁচাও’ স্লোগানে আয়োজিত সমাবেশে বক্তারা রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, গ্রাম ও শহরের শ্রমজীবীদের জন্য রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালু, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন।
বক্তারা আরও বলেন, ভোটবিহীন এ সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহি নেই। তাদের জবাবদিহি আমলা ও রাষ্ট্রীয় বাহিনীর কাছে, যারা তাদের ক্ষমতায় বসিয়েছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। বাজারে চলছে মহালুণ্ঠন। দ্রব্যমূল্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
সমাবেশে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের ফরিদপুর জেলা সমন্বয়কারী রফিকুজ্জামান লায়েক, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আজাদ আবুল কালাম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের আজাদ প্রমুখ।
মন্তব্য করুন