- বিনোদন
- চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার বরখাস্ত ওসি সেলিম রেজা চৌধুরী এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন ওই নারী।
ওই নারী জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাসিন্দা। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কর্মকর্তা সেলিম।
ওই নারী জানান, ২০২০ সালে সেলিম রেজা চৌধুরী নাচোল থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। কিছু মামলার কাজে তাঁর কাছে যাওয়া-আসা থেকে ঘনিষ্ঠতা। এক পর্যায়ে প্রেমে জড়িয়ে যান তাঁরা। চাঁপাইনবাবগঞ্জ শহরের নাখরাজপাড়ায় একটি ভাড়া বাড়িতে তাঁদের একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।
তিনি অভিযোগ করে বলেন, সেলিম রেজা তাঁর স্ত্রীর সঙ্গে বিয়ের সম্পর্ক ছিন্ন হওয়ার মিথ্যা তথ্য দিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তবে কিছুদিন আগে বিষয়টি সেলিম রেজার স্ত্রী জেনে যাওয়ায় ওসি যোগাযোগ বন্ধ করে দেন। গত ২২ ফেব্রুয়ারি বিয়ের দাবিতে ভোলাহাট থানায় গেলে তিনি ক্ষিপ্ত হয়ে কনস্টেবল ও তাঁর গাড়িচালককে দিয়ে আমাকে শারীরিক নির্যাতন করেন। পরদিন ভোলাহাট থানায় গেলে ফের মারধর করা হয়, যার ভিডিও আমার কাছে রয়েছে। এক পর্যায়ে সেই দিন রাতেই আমাকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫৪ ধারায় মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। আমি সাত দিন জেল খেটে বের হয়েছি। আমার ওপর হওয়া নির্মম নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।
তবে অভিযোগ অস্বীকার করে সেলিম রেজা চৌধুরী দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন। ওই নারী এর আগে ২০২১ সালে এক প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন। ওই মামলার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি একাধিকবার নাচোল ও ভোলাহাট থানায় গিয়ে আপত্তিকর আচরণ করেছেন। এ নিয়ে দুই থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, গত ২৩ ফেব্রুয়ারি ওই নারীকে নিয়ে থানায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে ভোলাহাট থানার ওসিকে সাময়িক বরখাস্ত করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এখনও তদন্ত চলছে। তদন্ত প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন