বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। নানা বিতর্কে বছরভর জড়িয়ে রয়েছে তার নাম। টুইটারে বেশির ভাগ সময়ই সরব, খড়গহস্ত। মুখে কিছুই আটকায় না। তবে এই প্রথম প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা গেল অভিনেত্রীকে। ভালোবাসা জানালেন অনুরাগীদের। অন্যদিকে শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে কঙ্গনার প্রতিও।  


ইনস্টাগ্রামে একটি ভিডিওতে বলেন, ‘আজ আমার বাবা-মাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কুলদেবী মা অম্বিকাজিকে প্রণাম, যিনি আমায় জন্ম দিয়েছেন। আমার সব গুরু, বিশেষত আমার আধ্যাত্মিক গুরু শ্রী সদ্‌গুরুজি, স্বামী বিবেকানন্দ, আমার সেই সব প্রশংসাকারী, শুভাকাঙ্ক্ষী, যারা আমার সঙ্গে কাজ করেন, যাদের জন্য আমি এত সাফল্য পেয়েছি তাদেরকেও ধন্যবাদ জানাই। আমার পরিবার, আমার বন্ধু, অনুরাগী- সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

এরপর সুর নরম করে বলেন, ‘আমার যে শত্রুরা কখনও আমায় শান্তিতে থাকতে দেননি, আমায় লড়াই করতে শিখিয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।’ তার কথায় কেউ কখনও আহত হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাও চান। 

বৃহস্পতিবার কঙ্গনা রানাওয়াতের ছিল জন্মদিন। ছুটি কাটাতে গিয়েছিলেন উদয়পুরে। জন্মদিনের সকালে ওই ভিডিও বার্তাটি দেন। 

কিন্তু কেন এই ভাবমূর্তির পরিবর্তন? কারণ জন্মদিনের সকালটা পজিটিভভাবে শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে কঙ্গনাকে সবুজ ও গাঢ় গোলাপি রঙের পাড়ের শাড়িতে দেখা গেছে। সঙ্গে ছিল ভারী কাজ করা সোনার গয়না ও কপালে লাল টিপ।

তবে ৩৬ বছরের জন্মদিনে সম্পূর্ণ নতুন চেহারায় দেখা দিলেন অভিনেত্রী। পোশাকে সাবেকিয়ানার ছাপ। শাড়ি-গয়নায় সুসজ্জিত হয়ে দিলেন নতুন বার্তা।

অভিনেত্রী জানান, সহজ করেই ভাবেন তিনি। সকলেরই মঙ্গল চান, কারও ক্ষতি চান না। যদি কারও প্রতি কখনও এমন কিছু কথা বলে থাকেন যাতে কেউ কষ্ট পেয়েছেন, তার জন্য ক্ষমা চেয়ে নিলেন জন্মদিনে। শ্রীকৃষ্ণের কৃপায় তিনি সৌভাগ্যপূর্ণ জীবন পেয়েছেন বলে জানান। সকলের মঙ্গলপ্রার্থনা করে ঈশ্বরকে স্মরণ করেন তিনি।

কঙ্গনার পরিচালনায় ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং শেষ হয়েছে। ইতিহাস আশ্রিত এই ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। শুটিংয়ের সেটে তার অক্লান্ত পরিশ্রমের ছবি বারবার দেখা গেছে।