দেশের ২৫ শতাংশ মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন। সচেতনতার অভাবে এর বেশির ভাগ শনাক্ত ও চিকিৎসার বাইরে থেকে যান। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিনামূল্যে থাইরয়েড স্ক্রিনিং ক্যাম্প উদ্বোধনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম এ তথ্য জানান।

ডিআরইউর এ আয়োজনে সহযোগিতা করেছে ইউথাইরয়েড (থাইরয়েড টাস্ক ফোর্স) ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।

ডা. শাহাজাদা সেলিম বলেন, দেশের ২৫ শতাংশ মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত। সচেতনতার অভাবে এই রোগ সম্পর্কে মানুষের ধারণা নেই। শিশুদের মেধা বিকাশের জন্য এ রোগ সম্পর্কে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। থাইরয়েড চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি সদস্যদের অনুরোধে আগামী ২৫ মে আবার এ রোগের স্ক্রিনিং করানো হবে।