- বিনোদন
- স্বাধীনতা দিবসে টিভিতে যা থাকছে
স্বাধীনতা দিবসে টিভিতে যা থাকছে

আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করে থাকে বিশেষ অনুষ্ঠানমালার। সেইসব আয়োজনের বিশেষ তালিকা নিয়েই এই প্রতিবেদন
অসমাপ্ত
আরটিভিতে আজ রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে এটি। রচনায় সারওয়ার রেজা জিমি। পরিচালনায় তুহিন হোসেন। নাটকে মেহজাবীনের বিপরীতে দেখা যাবে আফরান নিশোকে। মুনিরের বিয়ে ঠিক হয়েছে। তাঁর বাবা চান যত দ্রুত সম্ভব বিয়ে সেরে ফেলতে। কারণ, সময়টা ভালো নয়। পাকিস্তানের শোষণে অতিষ্ঠ হয়ে বাঙালি শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। জোয়ান ছেলেরা সব মুক্তিবাহিনীতে যোগ দিচ্ছে। মুনিরের বাবার একটাই ছেলে। তিনি চান ছেলেকে যে কোনো উপায়ে আটকাতে। এভাবেই এগিয়ে যায় গল্প।
একটি দুঃস্বপ্নের রাত
‘একটি দুঃস্বপ্নের রাত’ নাটকের দৃশ্য। নান্নু চৌধুরীর রচনায় এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। অভিনয়ে আবুল হায়াত, চিত্রলেখা গুহ, মোহাম্মদ বারী, মতিউর রহমান, আশিক চৌধুরী, সুমাইয়া সাকি, গাজী রোকন ও তমা ইসলাম। বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৯টায় প্রচার হবে এটি।
বীরাঙ্গনা
‘বীরাঙ্গনা’ নাটকের দৃশ্যে মনোজ প্রামাণিক ও অপর্ণা ঘোষ। গল্প টিপু আলম মিলন। আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। আরও অভিনয় করেছেন রওনক হাসান, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ। বৈশাখী টেলিভিশনে আজ রাত ১০টায় প্রচার হবে এটি।
বজ্রকণ্ঠ
‘বজ্রকণ্ঠ’ নাটকের দৃশ্যে ইমতিয়াজ বর্ষন ও নিশাত প্রিয়ম। রচনায় সাদেক সাব্বির। পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী। মাছরাঙা টেলিভিশনে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে এটি। গল্পে দেখা যায়, বেকার যুবক নিশান একটা চাকরির জন্য খুব চেষ্টা করছে। এক অফিসের কর্মকর্তা তাকে ৫ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নিশ্চয়তা দেন। সেই টাকা কীভাবে ব্যবস্থা করবে– এ নিয়ে চিন্তিত সে। প্রেমিকা তাকে চাপ দিচ্ছে চাকরি না হলে তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে।
চলচ্চিত্র
চ্যানেল আই
দুপুর ১-০৫ হাঙর নদী গ্রেনেড [সোহেল রানা, সুচরিতা, অরুণা বিশ্বাস]
এনটিভি
সকাল ৮-৪৫ দেশপ্রেমিক [আলমগীর, মান্না, মাসুদ শেখ, ডলি জহুর, শাহ আলম কিরণ, আহমেদ]
বৈশাখী টেলিভিশন
সকাল ১০-১০ সিপাহী [মান্না, ইলিয়াস কাঞ্চন, চম্পা, আনোয়ার হোসেন], দুপুর ২-৪০ হাঙর নদী গ্রেনেড [সোহেল রানা, সুচরিতা, অরুণা বিশ্বাস], রাত ১২-০০ আলোর মিছিল [রাজ্জাক, সুজাতা, রোজী সামাদ, ববিতা]
মাছরাঙা টেলিভিশন
রাত ১২-০০ কাঁচ কাটা হীরে [রাজ্জাক, কবরী, আনোয়ার হোসেন, রোজী]
দীপ্ত টিভি
সকাল ৭-৩০ চিত্রা নদীর পাড়ে [তৌকীর আহমেদ, আফসানা মিমি], দুপুর ১২- ১০ স্ফুলিঙ্গ [পরীমণি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম]
মন্তব্য করুন