ভারতের বেনারসের একটি হোটেল থেকে ২৫ বছর বয়সী ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মরদেহ উদ্ধার হয়েছে। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, একটি ছবির শুটিংয়ে বেনারস গিয়েছিলেন আকাঙ্ক্ষা। সেখানে হোটেল কক্ষে তার মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আকাঙ্খা আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে অভিনেতা সামার সিংয়ের সঙ্গে নিজের প্রেমের কথা প্রকাশ করেন আকাঙ্ক্ষা। 

১৯৯৭ সালে মির্জাপুরে জন্ম আকাঙ্ক্ষার। সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন, ভোজপুরি গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন।

‘মেরি জং মেরা ফয়সলা’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আকাঙ্খার। তারপর ‘মুঝসে শাদি করোগি’, ‘বীরো কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পয়দা করনে কি ২’-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে

বিষয় : ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে

মন্তব্য করুন