- বিনোদন
- যৌন হেনস্তার অভিযোগে মার্ভেল তারকা জোনাথন গ্রেপ্তার
যৌন হেনস্তার অভিযোগে মার্ভেল তারকা জোনাথন গ্রেপ্তার

হলিউডের জনপ্রিয় অভিনেতা জোনাথন মেজরস
হলিউডের জনপ্রিয় অভিনেতা জোনাথন মেজরসকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে । শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক থেকে গ্রেপ্তার করা হয় ‘অ্যান্ট-ম্যান’খ্যাত এই অভিনেতাকে।
সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড ডটকম তার এই গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে।
পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, জোনাথনের প্রেমিকা হচ্ছেন অভিযোগকারী। ব্রুকলিনের একটি বার থেকে বের হয়ে ট্যাক্সি করে বাড়ি ফিরছিলেন তারা। ট্যাক্সিতে তর্কে জড়ান। এসময় জোনাথন অন্য এক নারীকে মেসেজ করছিলেন, যা দেখার চেষ্টা করছিলেন ওই নারী। এক পর্যায় তাকে থাপ্পড় মারেন জোনাথন।
সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায় , হাতাহাতির এক পর্যায়ে ওই নারীকে কোথাও ফেলে রেখে অন্য কোথাও রাত কাটান জোনাথন। ধারণা করা হচ্ছে, পরের দিন সকালে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন ওই নারী।
জোনাথন তার প্রেমিকার মাথায়, গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তবে জোনাথনের মুখপাত্র বলছেন, কোনো অপরাধ করেননি জোনাথন।
মন্তব্য করুন