- বিনোদন
- তাইওয়ান ছেড়ে চীনে ঝুঁকল হন্ডুরাস
তাইওয়ান ছেড়ে চীনে ঝুঁকল হন্ডুরাস

কূটনৈতিক সম্পর্কে ব্যাপক পরিবর্তন এনেছে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস। তাইওয়ানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে রোববার থেকে আনুষ্ঠানিক কূটনৈতিক যাত্রা শুরু করেছে দেশটি। তাইওয়ানের স্বাধীনতায় স্বীকৃতি দেওয়া দেশগুলোর একটি ছিল হন্ডুরাস। ভূখণ্ডটিকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে বেইজিং।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, বেইজিংয়ের প্রলোভনে প্রলুব্ধ হয়ে চীনের দলে ভেড়ার আগে হন্ডুরাস তাদের কাছে বিপুল পরিমাণ অর্থ দাবি করেছিল। ১৯৪০-এর দশক থেকে তাইওয়ানের সঙ্গে মিত্রতা ছিল হন্ডুরাসের।
সম্পর্ক ছিন্নের ইঙ্গিত অবশ্য সম্প্রতি পাওয়া যায়। গত সপ্তাহে হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে যান। এর আগে দেশটির প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো বলেছিলেন, তাঁর সরকার বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করতে যাচ্ছে।
এ বিষয়ে চীন বলেছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী কুইন গাং এবং হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো এনরিক রেইনা বেইজিংয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের স্বীকৃতিস্বরূপ একটি চুক্তিতে সই করেছেন। গত শনিবার এক সংবাদ সম্মেলনে হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনকে একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে হন্ডুরাস।
মন্তব্য করুন