- বিনোদন
- ‘এখন সপ্তাহে পাঁচদিন ডাঙায় আর দুইদিন নৌকায় ঘুমাই’
‘এখন সপ্তাহে পাঁচদিন ডাঙায় আর দুইদিন নৌকায় ঘুমাই’

ফেরদৌস ওয়াহিদ
ফেরদৌস ওয়াহিদ। নন্দিত কণ্ঠশিল্পী, অভিনেতা ও নির্মাতা। গতকাল ছিল তাঁর ৭১তম জন্মদিন। জন্মদিন উদযাপন, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে–
জন্মদিনে সমকাল পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা...দিনটি কীভাবে কেটেছে?
ধন্যবাদ। কখনও ঘটা করে জন্মদিন উদযাপন করিনি। ভক্তরা ফোনে বা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানায়। ভালো লাগে। জীবনের এতগুলো বছর যে কখন পার করেছি তা টেরই পেলাম না। গতকাল মুন্সীগঞ্জে কাটিয়েছি সন্ধ্যা পর্যন্ত। মহল্লার ২৫ জন শিশুর সঙ্গে বাসায় ইফতার করেছি। সন্ধ্যায় ঢাকা এসে ছেলে হাবিব ওয়াহিদের সঙ্গে কেটেছে কিছু আনন্দঘন সময়। আমার ভাগ্যে দুটি জিনিস জুটেছে। একটি হলো আমার জন্ম ১৯৫২ সালে; ভাষা আন্দোলনের বছরে। আর জন্মদিন ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে। অদ্ভুত এক সংমিশ্রণ।
শৈশবে জন্মদিনের অনেক আনন্দ হতো নিশ্চয়ই?
শৈশবের স্মৃতি ভোলার নয়। ষাটের দশকের শুরুর দিতে ঢাকার গেন্ডারিয়ায় এবং ধানমন্ডিতে উদযাপন হতো ধুলোমাখা শৈশবের জন্মদিন। বাড়িতে নানা রকম রান্নাবান্না হতো। প্রতিবেশীরা ফ্লাস্ক, খাতা-কলম, জ্যামিতি বক্স, ফুটবল, স্যান্ডেল, সুটকেসের স্কুল ব্যাগ উপহার নিয়ে বাসায় আসতেন।
জীবনকে কীভাবে দেখেন?
খুব সাদাসিদে জীপনযাপনই আমার পছন্দের। জীবনে কখনও অতিরিক্ত চাহিদা থাকা উচিত নয়। চাহিদা কম থাকলে মানুষের জীবনটা সহজ হয়।
‘জীবনের গল্প’ শিরোনামে একটি গান করেছেন। কেমন হলো...
প্রত্যেকের জীবনে তারুণ্য-উচ্ছলতার পর একটা সময় আসে, যখন একটু নিরিবিলি থাকতে চায় মন। আমারও তাই হয়েছে। গানে গানে আমার দৈনন্দিন জীবনের গল্প উঠে এসেছে। অসাধারণ কথার গানটি লিখেছেন শেখ নজরুল ইসলাম। সুর করেছেন পিজিত মহাজন। তরুণ গায়ক ও সুরকার পিজিত আমার বর্তমান সময় নিয়ে গান তৈরির আগ্রহ প্রকাশ করে। সুর-সংগীত শোনার পর ভালো লেগেছে বলেই গানটি গেয়েছি।
চলচ্চিত্র পরিচালনা নিয়ে নতুন কিছু ভাবছেন?
শিগগিরই ‘দুধর্ষ অভিযান’ নামে একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। পরিচালনার পাশপাশি অভিনয়ও করব। নতুন শিল্পীরা সিনেমায় কাজ করবেন। গানের পর চলচ্চিত্রই আমার প্রিয় মাধ্যম।
শহুরে জীবন থেকে গ্রামে বসবাস করছেন। কেমন কাটছে সময়?
প্রকৃতি আমাকে ছোটবেলা থেকেই টানে। তাই শহর ছেড়ে গ্রাম বসবাস করছি। পৈতৃক জমি দেখাশোনা করছি। কৃষিকাজ ও মৎস্য চাষেও সময় দিচ্ছি। বই পড়ছি। দুই দিন নৌকায় ও পাঁচ দিন ডাঙায় ঘুমাই। বেশ সময় কাটছে।
মন্তব্য করুন