- বিনোদন
- তিন পরিবার একঘরে, ৫ মোড়ল গ্রেপ্তার
তিন পরিবার একঘরে, ৫ মোড়ল গ্রেপ্তার

সামাজিক বিরোধের জেরে তিনটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের পাঁচ মোড়লকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুস সামাদ, আব্দুল লতিফ, আজম আলী, জিল্লুর রহমান, ফরিদুল ইসলাম ও মো. জিন্নাহ।
উধুনিয়া ইউনিয়নের সংশ্লিষ্ট ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ কবির হোসেন জানান, তেবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল করিমের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী নেজাব আলীর বিরোধ দেখা দেয়। এ বিরোধের জেরে গ্রামের মোড়লদের সঙ্গে আব্দুল করিম, তাঁর ভাই মোতালেব হোসেন ও আব্দুস শহীদের পরিবারের লোকজনের বচসা হয়।
এ ঘটনায় মোড়লরা গ্রামের অপর লোকজনের সহযোগিতায় আব্দুল করিম ও তাঁর দুই ভাইয়ের পরিবারকে গত তিন দিন আগে একঘরে করার ঘোষণা দেন। ওই তিন পরিবারের লোকজনকে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেওয়া হয়। এতে তাঁরা অত্যন্ত বিপদে পড়েন।
ভুক্তভোগী আব্দুল করিম জানান, বিষয়টি তিনি একজনের মাধ্যমে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ আকারে জানান। পরে পুলিশ সোমবার সকালে পাঁচ গ্রাম্য মোড়লকে গ্রেপ্তার করে। একই সঙ্গে পুলিশ তাঁদের তিনটি পরিবারকে একঘরে অবস্থা থেকে মুক্ত করে।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, তিন পরিবারকে একঘরে করা ব্যক্তিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে আব্দুল করিমের পরিবারসহ তিনটি পরিবারের লোকজন স্বাভাবিক জীবনযাপন করছেন।
মন্তব্য করুন