চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় আপন মামির সঙ্গে প্রথমে পরকীয়া ও পরে বিয়ের জেরে রুবেল হোসেন নামের এক যুবকের কব্জি কেটে নেওয়ার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মোশাররফ হোসেনকে (৪৯) গ্রেপ্তার করা হয়। 

এর আগে, আহত যুবক রুবেলের ছোট ভাই আব্দুর রাকিব বাদী হয়ে মঙ্গলবার রাতেই মোশাররফসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার মোশাররফ শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের মৃত আয়েশ মণ্ডলের ছেলে। তিনি আহত রুবেলের বর্তমান স্ত্রী ইমিয়ারা খাতুনের বেয়াই।

বাদী আব্দুর রাকিব জানান, ভাইয়ের বর্তমান স্ত্রী ইমিয়ারা খাতুনের বাবা একরামুল, সাবেক স্বামী ও মামা বাবুসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছি। রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নতি চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের হোসেন বলেন, মামলার পর এজাহার ভুক্ত আসামি মোশাররফকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চাঁপাইনবাবগঞ্জে ট্রলিচালক রুবেল অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন আপন মামির সঙ্গে। প্রায় দেড় মাস আগে দু’জন পালিয়ে গিয়ে বিয়ে করেন। আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি বাড়ি ফিরে আসেন নবদম্পতি। কিন্তু যুবককে আটকে তাঁর হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে গৃহবধূর পরিবারের সদস্যরা।