- বিনোদন
- ১৩ বছর পর টিভিতে শ্রাবন্তী
১৩ বছর পর টিভিতে শ্রাবন্তী

অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী ইপ্সিতা শবনম শ্রাবন্তী।
সর্বশেষ ২০১০ সালে নুরুল আলম আতিকের ‘ডালিম কুমার’ নাটকের পর তাঁকে আর অভিনয় করতে দেখা যায়নি।
দীর্ঘ ১৩ বছর পর ফিরছেন ছোট পর্দায়; কিন্তু অভিনয় করতে নয়, অভিনয় থেকে কেন দূরে আছেন, সে কথা জানাতে আসবেন তিনি।
মাছরাঙা টিভির ঈদের ‘রাঙা সকাল’-এ দেখা যাবে তাঁকে।
মন্তব্য করুন