ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম আসরের পর্দা উঠছে শুক্রবার। আর আইপিএলের এই টুর্নামেন্টকে বর্ণিল করতে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন। আয়োজনকে রঙিন করতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে থাকছেন বলিউডের বেশ কয়েক কয়েকজন জনপ্রিয় তারকা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হবে এই আয়োজন।

টুর্নামেন্ট শুরুর আগেই ভক্তদের চমকে দিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চমক রেখেছে বিসিসিআই। অনুষ্ঠানে গান গাইবেন অরিজিৎ সিং। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের অফিশিয়াল পেজে উদ্বোধনী মঞ্চে গান গাওয়ার কথা ঘোষণা দিয়েছেন অরিজিৎ। আইপিএলের অফিসিয়াল টুইটার থেকেও অরিজিৎয়ের পারফর্ম করার কথা ঘোষণা করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অরিজিৎ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ, তামান্না ভাটিয়া, রাশমিকা মান্ধানার মত অভিনেত্রীরা।

উদ্বোধনী ম্যাচে দুই দলের অধিনায়ক ছাড়াও বাকি সব ফ্রাঞ্চাইজির অধিনায়ক উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। আইপিএল গভর্নিং কমিটি সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিসিসিআইয়ের কর্তারা। 

জমকালো উদ্বোধনী আয়োজনের পর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এই মাঠে মুখোমুখি হবে গুজরাট লায়ন্স-চেন্নাই সুপার কিংস। তারকাদের পারফর্মের পাশাপাশি বিশেষ লেজার শো হওয়ার কথা রয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়ামে।