- বিনোদন
- 'ইলিয়াস কাঞ্চন অনেক সহনশীল, বাকিরা খুবই অ্যারোগেন্ট'
'ইলিয়াস কাঞ্চন অনেক সহনশীল, বাকিরা খুবই অ্যারোগেন্ট'
'জায়েদ খানের সদস্যপদ স্থগিত করার পরিকল্পনা করেই তারা কার্যনির্বাহী কমিটির সভা ডেকেছিল। তাদের উদ্দেশ্যই হলো, জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা। কিন্তু আমরা কঠোরভাবে এর প্রতিবাদ করেছি। কেননা আমি যতদূর জানি সাধারণ সম্পাদকের পদটি এখনও বিচারাধীন'- বলছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটি। রোববার সমিতির কার্যনির্বাহী কমিটির ওই বৈঠকে হাজির ছিলেন সদস্য অরুণা বিশ্বাস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন এ অভিনেত্রী।
অরুণা বিশ্বাস বলেন, 'আমি মনে করি ইলিয়াস কাঞ্চন ভাই অনেক সহনশীল মানুষ। তিনি বলেছেন, যা হবে আইন মেনে হবে; কিন্তু বাকিরা খুবই অ্যারোগেন্ট-ভাবে কথা বলেন, যা থেকে স্পষ্ট- তারা জায়েদ খানকে বহিষ্কারের এজেন্ডা নিয়েই এসেছেন।'
এদিন দুপুর পৌঁনে দুইটায় শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
তিনি বলেন, ‘আজ আমাদের কার্যনির্বাহী কমিটির ৯ম মিটিং হয়েছে। সেখানে একবাক্যে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, সমিতির গঠনতন্ত্রের ৭ (ক) ধারার আলোকে আমাদের সম্মানিত সদস্য জায়েদ খানের সদস্য পদ স্থগিত করা হলো।’ পরে সমিতির উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনা করে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হবে বলে উল্লেখ করেন তিনি।
জায়েদ খানকে সমিতি থেকে বহিষ্কারের দাবিতে এদিন এফডিসিতে 'বঞ্চিত' ১১৩ শিল্পী মানববন্ধন ও মিছিল করেন।
মন্তব্য করুন