- বিনোদন
- বরিশালে ৭ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার
বরিশালে ৭ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

সাত হাজার পিস ইয়াবাসহ কল্পনা বেগমকে (মাঝে) আটক করার কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - সমকাল
বরিশালে অভিযান চালিয়ে সাত হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি হলেন- বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের
মোতালেব শিকদারের স্ত্রী কল্পনা বেগম (৩৩)।
রোববার সন্ধ্যায় তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।
তিনি জানান, কল্পনা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন- এমন তথ্যের ভিত্তিতে তাকে ধরতে রোববার সন্ধ্যায় বাবুগঞ্জের নতুনহাট বাজারে অভিযান চালানো হয়। এ সময় জগবন্ধু ডেকোরেটরের সামনে বট গাছের নিচের গোলচত্বরে বসে থাকা কল্পনাকে চ্যালেঞ্জ করা হলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছে সাত হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এনায়েত হোসেন জানান, মাদক উদ্ধারের ঘটনায় কল্পনাকে আসামি করে বাবুগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন