- বিনোদন
- বিদেশি ইউটিউবারকে হেনস্তাকারী সেই বৃদ্ধ গ্রেপ্তার
বিদেশি ইউটিউবারকে হেনস্তাকারী সেই বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানী ঢাকায় ভ্রমণে আসা অস্ট্রেলীয় ইউটিউবার ও ফুড ব্লগার লুক ডামান্তকে হেনস্তা করা সেই আব্দুল কালুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।
সোমবার সকাল ৮টার দিকে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আব্দুল কালুকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে সংস্থাটি।
অস্ট্রেলিয়ান নাগরিক ও ট্রাভেল ব্লগার লিউক ডেম্যান্ট চারদিন আগে ফেসবুকে একটি ট্রাভেল ভিডিও আপলোড করেন। সেখানে দেখা যায়, কারওয়ান বাজার থেকে একজন বয়স্ক লোক তার সঙ্গে বিরক্তিকর আচরণ করছেন। লিউক ডেম্যান্ট এর ফেসবুকে প্রায় ৩.২ মিলিয়ন ফলোয়ারস। এই ভিডিওটি ফেসবুকে আপলোড করলে সেটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ফেসবুকে তার এ ভিডিওটি ৯.২ মিলিয়ন ভিউ হয়।
ট্যুরিস্ট পুলিশের নজরে আসলে বিষয়টি তেজগাঁও থানা পুলিশকে জানানো হয়। তেজগাঁও থানা পুলিশ হাতিরঝিল থানার একটি টিমের সহায়তায় রোববার রাত আনুমানিক ১২টার দিকে কারওয়ান বাজার ক্রসিং এর কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম মো. কালু (৬০)। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।
সম্প্রতি একজন অস্ট্রেলিয়ান ব্লগারকে কারওয়ান বাজার এলাকায় হেনস্তার কাজে তিনি জড়িত ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। তিনি এই ধরনের কাজে আগেও জড়িত ছিলেন বলে জানা যায়। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ওই ব্যক্তি গ্রেপ্তার হওয়ায় ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ইউটিউবার লুক ডামান্ট।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, হোটেল থেকে বেরিয়ে রাজধানীর একটি এলাকায় হাঁটছিলেন লুক ডামান্ত। সে সময় অনেকটা সাবলিল ইংরেজিতে লুক ডামান্তকে স্বাগত জানান ওই ব্যক্তি। তারপর রাস্তার পাশের ডিম কেক খাওয়ার সময় এই ভ্লগারের সঙ্গে কথা বলতে থাকেন ওই ভিক্ষুক। শেষ পর্যন্ত তার কাছ থেকে ২৫০ টাকাও চেয়ে নেন।
এরপরও বিদেশি ভ্লগারের সঙ্গে যেতে থাকেন তিনি। অনেকবার স্যার বলে সম্বোধন করেও তাকে ছাড়াতে পারেননি লুক ডামান্ত। শেষে তার কাছে অনুনয় বিনয় করে সাহায্য চান বয়স্ক ওই ব্যক্তি। এক পর্যায়ে তা অতিমাত্রায় পৌঁছায়।
এ সময় লুক ডামান্ত মোবাইলে কল করার অভিনয় করে তার থেকে নিষ্কৃতি পান। শেষে তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেন ও ওই ব্যক্তিকে এড়িয়ে চলার পরামর্শ দেন।
মন্তব্য করুন