- বিনোদন
- একফ্রেমে সালমান-ঐশ্বরিয়া!
একফ্রেমে সালমান-ঐশ্বরিয়া!

বলিউড তারকা সালমান খান আর ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেম নিয়ে কম লেখালেখি হয়নি! শোনা যায়, বেশিদিন স্থায়ী হয়নি সেই সম্পর্ক। তাদের বিচ্ছেদ পর্ব নিয়ে চর্চাও কম হয়নি। এমনকি সালমানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন ঐশ্বরিয়া। শুধু তাই নয়, সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরও সালমান পিছু ছাড়েননি সাবেক এই বিশ্বসুন্দরীর- এমন অভিযোগও ছিল নায়িকার। তবে সে সব দুই দশক আগের কথা। ঐশ্বরিয়া এরপর অভিষেক বচ্চনকে বিয়ে করে সুখের সংসার করছেন।
শোনা যায়, সম্পর্ক ভাঙার পর পরস্পরকে যতটা সম্ভব এড়িয়ে চলেন সালমান-ঐশ্বরিয়া। তবে এত বছর পর শনিবার ভারতীয় ধনকুবের আম্বানিদের পার্টিতে একফ্রমে বন্দি হয় এই জুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। ‘নীতা মুকেশ আম্বানি কালচালার সেন্টার’ উদ্বোধনের দ্বিতীয় দিনও হাজির হন বলিউড-হলিউডের তারকারা। সেখানে হলিউড তারকা টম হল্যান্ড, জেন্ডেয়ার সঙ্গে ছবির জন্য পোজ দেন সালমান খান। সেই ছবিতে ধরা দেন হোস্ট নীতা আম্বানিও। ভাইরাল এই ছবিতে দেখা যায়, একদম বাঁ দিকে মেয়ে আরাধ্যকে নিয়ে দাঁড়িয়ে ঐশ্বর্য। এই ছবি দেখে যেন নস্টালজিক নেটিজেনরা।
একজন লিখেছেন, 'একফ্রেমে সালমান-ঐশ্বরিয়াকে দাঁড় করানোর ক্ষমতা শুধু লিজেন্ড নীতা আম্বানিরই আছে’। অপর একজন লিখেন, ‘ক্যামেরাম্যানের প্রশংসা না করে থাকা যাচ্ছে না, সালমান-ঐশ্বরিয়াকে একফ্রেমে বন্দি করা! অসাধারণ কীর্তি’। অনেকেই এই ফ্রেম দেখে বিশ্বাসই করতে পারছেন না যে সালমান-ঐশ্বরিয়া অজান্তে হলেও একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন!
এদিন ঐশ্বরিয়া সেজেছিলেন কালো শারারায়। আরাধ্যর পরনে ছিল সোনালি সালোয়ার স্য়ুট। আম্বানিদের সাংস্কৃতিক মঞ্চের লঞ্চ ইভেন্টে দুদিনই মেয়ের হাত ধরে পৌঁছেন ঐশ্বরিয়া। তবে দেখা যায়নি অভিষেক বচ্চনকে। অন্যদিকে সবুজ ব্লেজার আর ম্যাচিং প্য়ান্টে এদিনের পার্টিতে এসেছিলেন সালমান। সূত্র: নিউজ-১৮ ডটকম
মন্তব্য করুন