- বিনোদন
- কুকুর হত্যার অভিযোগে নারীসহ আটক ২
কুকুর হত্যার অভিযোগে নারীসহ আটক ২

ফাইল ছবি
ঝালকাঠির রাজাপুরে পালিত কুকুর হত্যার অভিযোগে সেলিনা বেগম ও স্বপন নামের দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হয়।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম জানান, পালিত কুকুরকে হত্যা করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিষয়টি আলোচনায় আসে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুজনকে আটক করা হয়েছে। তারা দোষ স্বীকার করে ক্ষমা চাইলে মুচলেকা নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হবে।
এ সময় রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সুরু মিয়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিনহুড দ্য অ্যানিম্যাল রেসকিউয়’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আফজাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন