খুলনায় রহিমা বেগমকে কথিত অপহরণের আলোচিত মামলায় আদালতে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিপক্ষে নারাজি আবেদন করেছেন বাদী আদুরী আকতার। রোববার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ আবেদনটি করা হয়। এ বিষয়ে আদালত আগামী ৮ মে শুনানির দিন দিয়েছেন। 

আদালতের পিপি জেসমিন সুলতানা জলি জানান, খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলাটি বিচারের জন্য এ আদালতে পাঠানো হয়েছে। রোববার মামলার প্রথম কর্মদিবসেই বাদী রহিমা বেগমের মেয়ে আদুরী পিবিআইয়ের জমা দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন।

গত বছরের ২৭ আগস্ট রাতে খুলনা নগরীর মহেশ্বরপাশা এলাকার বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন রহিমা বেগম। ওই ঘটনায় পরদিন তাঁর মেয়ে আদুরী বাদী হয়ে দৌলতপুর থানায় অপহরণ মামলা করেন। পরে মায়ের সন্ধান চেয়ে আদুরীসহ অন্য সন্তানদের কর্মসূচি দেশব্যাপী আলোচনায় আসে। তবে ২৪ সেপ্টেম্বর পুলিশ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের কুদ্দুস মোল্লার বাড়ি থেকে রহিমাকে উদ্ধার করে জানায়, জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে রহিমা সন্তানদের নিয়ে অপহরণের নাটক সাজান। 

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আব্দুল মান্নানের প্রতিবেদনেও একই বিষয় উঠে এসেছে। গত ২৩ ফেব্রুয়ারি আদালতে জমা দেওয়া ওই প্রতিবেদনে বলা হয়, জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে রহিমা বেগম অপহরণের নাটক সাজান। তাঁকে কেউ অপহরণ করেনি বরং তিনি আত্মগোপন করেছিলেন।