জয়পুরহাটে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন এবং অস্ত্র মামলায় আরেকজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম পৃথক দুটি মামলায় এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দশলাল গ্রামের ছানাউল হক আকন্দ এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাকলামা পশ্চিমপাড়া গ্রামের রানু প্রামাণিক।

সমকালকে এসব তথ্য জানিয়েছেন কোর্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান।

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৫ ডিসেম্বর পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী রামভদ্রপুর এলাকায় জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা ১৩৯ বোতল ফেনসিডিলসহ ছানাউল হক আকন্দকে আটক করেন। পরে মাদক আইনে মামলা দিয়ে তাঁকে থানায় সোপর্দ করা হয়। থানার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম মামলার তদন্ত শেষে ২০০৬ সালের ২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দেন। শুনানি শেষে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

২০০৯ সালের ৭ মার্চ সদর হিচমী বাজার এলাকায় অস্ত্র পাচার করছিলেন রানু প্রামাণিক। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ তাঁকে গ্রেপ্তার করে। মামলাটি শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত উল্লিখিত রায় দেন।