ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সালেক মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লাসহ বিভিন্ন জেলায় মাদক মামলা রয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সালেক মিয়া ধরমন্ডল গ্রামের দৌলতপুর গ্রামের (সফরা বাড়ির) কিসলু মিয়ার ছেলে।

নাসিরনগর থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ মার্চ কুমিল্লার বুড়িচং থানায় সালেক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা হয়। সেই মামলায় আদালত তাকে ১০ বছরের সাজা প্রদান করে। এরপর থেকে সে পলাতক ছিল। আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সরকার বলেন, সালেক মাদক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মাদক মামলা রয়েছে।