টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি এবার দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকবে ঈদের আয়োজন। দেশের ওয়েব প্ল্যাটফর্মগুলো প্রকাশ করবে সিরিজ ও সিনেমা। এসব কনটেন্টে অভিনয় করেছেন দেশের নন্দিত অভিনয়শিল্পীরা।

মহানগর-২

আলোচিত ও প্রশংসিত বাংলা ওয়েব সিরিজ ‘মহানগর’। ২০২১ সালে ওয়েব সিরিজটি  ব্যাপক প্রশংসিত হয়েছিল দুই বাংলাতেই। ঈদ সামানে রেখে সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে হইচইতে মুক্তি পেয়েছে।  সিরিজটি নির্মাণ করেছেন আশফাক নিপুণ। এই সিরিজে প্রধান চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।
ঢাকা শহরের এক রাতের গল্প উঠে এসেছিল প্রথম সিজনে। ওসি হারুনের [মোশাররফ করিম] কার্যকলাপে বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন জমেছিল দর্শকের মনে। সেসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে দ্বিতীয় সিজনে। আইনের মারপ্যাঁচে পড়ে ওসি হারুনের কী পরিণতি হয়, এ সিজনে তা দেখা যাবে। এ ছাড়া অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, আফসানা মিমি, লুৎফর রহমান জর্জ, বৃন্দাবন দাস, নওশাবা আহমেদসহ আরও অনেককে। এটি প্রযোজনা করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান ও আদনান আল রাজীব।

হোটেল রিল্যাক্স

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে দেখা যাবে ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। প্রথমবারের মতো  সিরিজটি নির্মাণ করছেন ছোট পর্দার নির্মাতা আরেফিন অমি। ওয়েব সিরিজে ডিবি পুলিশের চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। প্রথমবারের মতো ওয়েব দুনিয়ায় তাঁর অভিষেক হতে যাচ্ছে।
হোটেল রিল্যাক্স নামে ঢাকার একটি অখ্যাত হোটেলে সমাজের নানা পেশার মানুষের আনাগোনা। এখানে ফুর্তি করতে আসে সবাই। এ হোটেলে বহুদিন ধরে বয়ের কাজ করে সালাম। কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করলে সালাম তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনাক্রমে দলবল নিয়ে হোটেল রিল্যাক্সে আসে ডাকাত গ্যাস বাবু। এভাবে এগিয়ে যায় গল্প।সিরিজটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ।

মাইসেলফ অ্যালেন স্বপন

ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মাইসেলফ অ্যালেন স্বপন’। ‘সিন্ডিকেট ওয়েব সিরিজের  ভিলেন চরিত্র ‘অ্যালেন স্বপন’-এর নামকরণে এবারের সিরিজ নির্মাণ করা হয়েছে। যেখানে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নাসির উদ্দিন খানকে। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে আরও অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা, সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আবদুল্লাহ আল সেন্টু ও আনিসুল হক বরুণ।

শহরে অনেক রোদ

‘শহরে অনেক  রোদ’ নামে নতুন একটি ওয়েব ছবি নির্মাণ করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ছবিটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ঈদের দিন রাতে। সিরিজের প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন খায়রুল বাসার ও অভিনেত্রী সাবিলা নূর। একটি মিষ্টি প্রেমের গল্পে নির্মিত ছবিটি  গ্রীষ্মের এই তাপে একটু হলেও শীতলতা ছড়াবে বলে আশাবাদ নির্মাতার। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া প্রমুখ।
শহরে খালা আর খালু ছাড়া অনিকের কেউ নেই। নিঃসন্তান এই পরিবারের ছেলের মতোই সে। খালা বাসায় ডেকে নিয়মিত বিভিন্ন মেয়ে দেখাতে থাকে অনিককে। কিন্তু তার বিয়েতে অনীহা। মেয়ে পছন্দ হয় না তার। এভাবে এগিয়ে যায় গল্প।

কুড়া পক্ষীর শূন্যে উড়া

আইস্ক্রিনে উন্মুক্ত হবে সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ কাইউম। অভিনয়ে জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, আবুল কালাম আজাদ প্রমুখ। সিনেমাটি বাংলাদেশের ভাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের আবহমান জীবনসংগ্রামের আখ্যান। গল্পের কেন্দ্রে আছে সুলতান নামের এক যুবক। ধান কাটার শ্রমিকদের সঙ্গে হাওরে আসে সে। কাজ নেয় এক বৃদ্ধের বাড়িতে। ধীরে ধীরে হাওরের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে ওঠে সুলতান, পরিবারের সবার সঙ্গে মায়ার বন্ধনে জড়িয়ে যেতে থাকে। একসময় সেখানে বিয়েও করে সে। নতুন করে ঘর বাঁধে। সেই সুখের সংসার একদিন ভেসে যায় পাহাড়ি ঢলে।

‘মেইড ইন চিটাগং’

বিঞ্জ-এ মুক্তি পাবে সিনেমা ‘মেইড ইন চিটাগং’। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত । অভিনয়ে পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, চিত্রলেখা গুহ, মুকিত জাকারিয়া, নাসির উদ্দিন খান, হিন্দোল রায় প্রমুখ। ঢাকা, চট্টগ্রামসহ বিদেশের অনেক সিনেমা হলে মুক্তির পর এবার সিনেমাটি আসছে ওয়েবে।

ছায়াবাজি

আরটিভি প্লাস-এ দেখা যাবে সিনেমা ‘ছায়াবাজি’। সৈয়দ শাকিলের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, অপু বিশ্বাস, মাহমুদুল হক মিঠু, রেবেকা প্রমুখ। মানসিক ভারসাম্যহীন এক নারী ও এক মনোচিকিৎসকের মধ্যকার সম্পর্কের মধ্য দিয়ে এগোবে সাইকো-থ্রিলার ওয়েব ফিল্মটি। অপু বিশ্বাসকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এক চরিত্রে তিনি মানসিক রোগী। মনোরোগ চিকিৎসক তারিক আনাম দায়িত্ব নেন অপুকে সারিয়ে তোলার।

বিদেশ

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটক ‘বিদেশ’। এতে অভিনয় করেছেন জিয়াউল  হক পলাশ, মিশু সাব্বির, সাইদুর রহমান পাভেল, জিসান, পারসা ইভানা, লামিমা লাম, শিবলু, আবদুল্লাহ রানা প্রমুখ। ভাগ্য বদলে একটু বেশি ভালো থাকার আশায় জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ উন্নত বিশ্বে অবৈধ পথে পাড়ি দেওয়ার চেষ্টা  করেন। এ নিয়ে বহু মর্মান্তিক খবর দেশি-বিদেশি মিডিয়ায় উঠে এসেছে। সমকালীন এই সংকটের গল্প এবার নাটকে তুলে এনেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি।

বিষয় : মহনগর হোটেল রিলাক্স ওটিটিতে ঈদ আয়োজন

মন্তব্য করুন