- বিনোদন
- ডিজিটাল কনটেন্ট বানানো যখন পেশা
ডিজিটাল কনটেন্ট বানানো যখন পেশা

ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর সাজিয়া তন্বী
করোনাকালে সবাই যখন ঘরবন্দি, তখন বিভিন্ন অসংগতি নিয়ে ফেসবুক ও ইউটিউবে ভিডিও বানিয়েছেন অনেক কনটেন্ট ক্রিয়েটর। এসব ভিডিও যেমন মানুষের দরকারি তথ্য প্রদান করেছে, তেমনি এসেছে সন্তোষজনক আয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অর্জন করে নিয়েছেন বিশ্বস্ততার জায়গা। এমন একজন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর সাজিয়া তন্বী।
শখের বসে ইউটিউবে ভিডিও বানানো শুরু করেন সাজিয়া। বিভিন্ন বিউটি প্রডাক্টের রিভিউসহ দেশের অসাধু অনলাইন ব্যবসায়ীদের ক্ষতিকর পণ্যের পার্শ্বপ্রতিক্রিয়া তুলে ধরেন বিভিন্ন ভিডিওতে। এভাবে পরিচিতি পায় তাঁর ইউটিউব চ্যানেল ‘স্টাইল উইথ মি বাই সাজিয়া’। ওই চ্যানেলে এখন আছে লক্ষাধিক সাবস্ক্রাইবার। দেশ-বিদেশের বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন তাদের পণ্যের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে। সেই সঙ্গে তাঁর ফেইসবুক পেইজও এখন জনপ্রিয়।
সাজিয়া তন্বী শুধু কনটেন্টই তৈরি করেন না। তিনি করপোরেট শো উপস্থাপনা করছেন ২০০৮ সাল থেকে। বর্তমানে সাজিয়া তন্বী টেলিভিশন উপস্থাপক, ব্লগার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে বেশ পরিচিত। বেশ কয়েকটি টিভি চ্যানেলে উপস্থাপনা করছেন গত সাত বছর ধরে। বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রেরও মডেল হয়েছেন তিনি। মিডিয়ায় তাঁর যাত্রা শুরু হয় উপস্থাপনা দিয়ে, এসএ টিভিতে। এরপর কাজ করেন চ্যানেল টোয়েন্টিফোর, মাছরাঙা টেলিভিশন, দেশ টিভিতে।
সাজিয়া তন্বীর জন্ম ঢাকার রামপুরায়। ওয়াইডব্লিউসিএ স্কুলে শুরু হয় তার প্রাথমিক শিক্ষা। তাঁর বাবার চাকরির পোস্টিং তখন যশোরে। পরিবার চলে যায় খুলনায়। সেখান থেকেই শুরু হয় সাজিয়ার পরবর্তী শিক্ষাজীবন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া ফ্যাশন ডিজাইনে করেছেন ডিপ্লোমা। কর্মজীবনে উপস্থাপনার পাশাপাশি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় পাঁচ বছর ধরে। সাজিয়ার মতে, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার পেয়েছেন। পাবলিক স্পিকিং-এ সে সময় থেকেই তাঁর আগ্রহ। ডিজিটাল কনটেন্ট বানানোকে পেশা হিসেবে নেওয়ার পেছনে এটি বিশেষ ভূমিকা রেখেছে বলে মনে করেন সাজিয়া।
তবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করলেও সাজিয়া জানান, কেবল উপস্থাপক হিসেবেই নিয়মিত কাজ করতে চান। উপস্থাপনা করেও আলোচনায় আসা যায়। ডিজিটাল কনটেন্ট তৈরির বিষয়টিকেও সাজিয়া উপস্থাপনা বলেই মনে করেন। তবে এর মধ্যে অনেক বৈচিত্র্য ও স্বাধীনতা রয়েছে বলে মনে করেন তিনি। কনটেন্ট ক্রিয়েশন ও ডিজিটাল প্ল্যাটফর্মেই নিজের ভবিষ্যৎ দেখছেন তিনি। এগুলো নিয়ে জানাশোনার পরিধি বাড়ানো এবং আরও পড়ার আগ্রহ রয়েছে তাঁর। এর সঙ্গে টেলিভিশন ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনাও করে যেতে চান মনোযোগ সহকারে। বিভিন্ন মাধ্যমে নিজের যোগাযোগ দক্ষতার ছাপ রাখতে চান বলে জানান সাজিয়া।
মন্তব্য করুন