জান্নাতুল ফেরদৌস ঐশী। অভিনেত্রী ও মডেল। ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘আদম’। আবু তাওহীদ হিরণ পরিচালিত এ সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে–

প্রথমবারের মতো ঈদে আপনার অভিনীত ‘আদম’ মুক্তি পেয়েছে। কেমন লাগছে?

অন্য রকম এক অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ঈদে নিজের সিনেমা মুক্তি পেলে অবশ্যই ভালো লাগে। একজন শিল্পী অপেক্ষায় থাকেন এ ধরনের উৎসবে সিনেমা মুক্তির। দর্শক দলবেঁধে আসেন সিনেমা হলে। পাড়ামহল্লার দোকানগুলোয় চলে আলোচনা। চারদিকে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এসব দেখেও মনে আনন্দ জাগে।

দর্শক সাড়া কেমন পাচ্ছেন?

ভালো। আগে অ্যাকশনধর্মী সিনেমায় দর্শক আমাকে দেখেছেন। সাড়াও মিলেছিল। ‘আদম’ সিনেমায় আমার অভিনীত চরিত্রটি অজপাড়াগাঁয়ের এক মেয়ের। সিনেমাটি নিয়ে অনেকের মুখেই প্রশংসা শুনেছি। এতেই বোঝা যায়, গ্রামীণ গল্পের ছবিতেও আমাকে দর্শক গ্রহণ করেছেন। আমি যে ক’টি কাজ করেছি, তার মধ্যে সবচেয়ে কষ্ট করেছি ‘আদম’ ছবিতে। দর্শক দেখছেন বলে সব কষ্ট সার্থক হয়েছে।

কী কারণে দর্শক সিনেমাটি দেখছেন বলে মনে করেন?

ঈদে সাধারণত মসলাদার কমার্শিয়াল সিনেমা মুক্তি পায়। গ্রামীণ গল্পের সিনেমা খুব কমই মুক্তি পায়। এ ধরনের সিনেমার আলাদা দর্শক আছে। সব মিলিয়ে দর্শক সিনেমা দেখছেন।

নির্মাতার অভিযোগ ছিল, এই সিনেমার প্রচারণায় আপনি সক্রিয় ছিলেন না?

এ অভিযোগ আমি মানতে নারাজ। আমার ফেসবুক পেজে ঢুকলেই বিষয়টি পরিষ্কার হবে। তাহলে সিনেমার প্রমোশনে কাকে দেখা গেছে– এটি একটু জানতে চাই। ‘আদম’ সিনেমার ঘোষণার পর সবচেয়ে বেশি প্রচারণা আমি করেছি। এ জন্য নির্মাতা হিরণ [আবু তাওহীদ হিরণ] ভাইও অ্যাপ্রিশিয়েট করতেন। এখনও সাংবাদিকরা যখন আমার কাছে জানতে চান, আমি কিন্তু ছবিটা নিয়ে কথা বলি। কারণ, এই ছবি নিয়ে আমার ভালো লাগা, প্রত্যাশা সবই বেশি। এ পর্যন্ত যে কয়টি ছবি করেছি, তার মধ্যে এটিতেই বেশি পরিশ্রমের সুযোগ পেয়েছি।

ঈদে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমা নিয়ে আপনার মন্তব্য কী?

এবার ঈদে বেশিসংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে। ভিন্ন ভিন্ন স্বাদের সিনেমাগুলো মন ভরে উপভোগ করেছেন দর্শক। সব সিনেমাই আমাদের চলচ্চিত্র শিল্পের সম্পদ। সবার জন্যই শুভকামনা।

বড় পর্দার পাশাপাশি টিভি নাটকে দেখা যাবে?

নাটকে অভিনয়ের প্রস্তাব অনেক পেয়েছি, এরপরও কেন যেন কাজ করার বিষয়ে মন সায় দেয়নি। এখন ওটিটি প্ল্যাটফর্মে ভালো ভালো কাজ হচ্ছে। দর্শক সেগুলো দেখছেন। টিভিতে না হলেও ওটিটিতে কাজের ইচ্ছা আছে।