হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়ন (ইউপি) পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) বিষু মুন্ডাকে (৪৫) মারধর করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহেদ মাস্টারের বিরুদ্ধে।

আজ সোমবার দুপুরে ভুক্তভোগী বিষু মুন্ডা ইউএনওর কাছে এ বিষয়ে মৌখিকভাবে অভিযোগ করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান ওয়াহেদ মাস্টার।

জানা যায়, ঈদ পরবর্তী সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ করা হয়। এসব ভেড়া বিতরণে অনিয়ম করা হয়। এর প্রতিবাদ করেন ইউপি সদস্য বিষু মুন্ডা। এর জের ধরে ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এর একপর্যায়ে চেয়ারম্যান বিষুকে মারধর করেন। বিষয়টি নিয়ে ওই বাগানের লোকজন আপস মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগ করেন।

ভুক্তভোগী ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বিষু মুন্ডা অভিযোগ করেন, ‘অনিয়মের প্রতিবাদ করায় চেয়ারম্যান আমাকে মারধর করেছেন।’

অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক সমকালকে বলেন, ইউপি সদস্যকে মারধরের ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।