- বিনোদন
- ভাইরাল শাকিবের লুক, সুড়ঙ্গে গতানুগতিক নিশো
ভাইরাল শাকিবের লুক, সুড়ঙ্গে গতানুগতিক নিশো

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খানের ‘লিডার, আমিই বাংলাদেশ’ রেশ শেষ হতে না হতেই ঈদুল আজহার ছবির ঘোষণা দেন এই নায়ক। জানান, ঈদুল আজহায় আসবে তার নতুন ছবি ‘প্রিয়তমা’। বুধবার সন্ধ্যায় ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে পড়ে এই লুক।
একই সময়ে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ নামের চলচ্চিত্রের অভিষিক্ত ফার্স্ট লুক টিজার প্রকাশ করা হয়েছে। তবে সুড়ঙ্গের এই লুক উত্তাপ ছড়াতে পারেনি। যাতে সিনেমাটিক কোনো নিশো নন গতানুগতিক নিশোকেই দেখা গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশোর ফার্স্ট লুক সে অর্থে কোনো আলোচনাই তৈরি করতে পারেনি। ‘
‘প্রিয়তমা’র পোস্টার লুকে শাকিব খানকে দেখা যায় মুখভর্তি খোঁচা খোঁচা দাঁড়ি, ময়লা পোশাক আর অগোছালো চেহারায় লম্বা চুল, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। শাকিব খানের পেজ থেকে প্রথমে লুকটি প্রকাশের পর ছবিটি ডাউনলোড করে অনেকেই নিজেদের অভিমত সহকারে নিজেদের ওয়ালে প্রকাশ করেছেন।
অন্যদিকে শাকিবের ফ্যান ক্লাব থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ইউটিউবে এই লুক নিয়ে রীতিমত ঝড় উঠে যায়। প্রত্যেকেই প্রশংসা করছেন এমন লুকের!শাকিব খান ফার্স্ট লুকের পোস্টার প্রকাশ করার পর ব্যাক্তিগত পেইজ থেকে শুধু লাইক পেয়েছেন ৮৭ হাজার। পরে প্রোফাইল ছবি হিসেবে দিলে সেখানেও ৪০ হাজার লাইক পড়ে।
অন্যদিকে ২১ ঘণ্টা আগে প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেইজ থেকে প্রকাশিত ফার্স্ট লুকের ১.২৮ মিনিটের ভিডিও সম্পর্কে নেটিজেনরা ছিলেন একদমই উদাসীন, স্ট্রিম হয়েছে মাত্র ১ লাখ ৫৬ হাজার। আফরান নিশো নিজেও তার ফেসবুক পেইজ থেকে ভিডিওটির লিংক শেয়ার করেছেন।
‘সুরঙ্গ’ ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। ‘প্রিয়তমা’ বানাচ্ছেন নির্মাতা হিমেল আশরাফ। সম্প্রতি প্রকাশিত পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। নির্মাতা জানিয়েছেন, শাকিব খানকে তিনি নতুন লুকে হাজির করবেন। লুক থেকে বোঝা যাচ্ছে, তিনি তাই করছেন। শাকিবের প্রিয়তমা’র এই লুক দেখে সমালোচকরাও প্রশংসা করে বলছেন,অন্য এক শাকিব খানকেই দেখা গেল।
ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের পরিচিত মুখ ইধিকা পাল। চলচ্চিত্র সংশ্লিষ্ট, পর্দায় নতুন এ জুটির রয়াসন দেখার জন্য মুখিয়ে আছেন। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সীমান্তসহ অনেকে।
মন্তব্য করুন