- বিনোদন
- বুবলীর সঙ্গে আর কাজ করব না: শাকিব খান
বুবলীর সঙ্গে আর কাজ করব না: শাকিব খান
বুবলীর সঙ্গে আর কখনোই কোনো কাজ করবেন না শাকিব খান। অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না তাদের। এক সাক্ষাৎকারে শাকিব খানের এমন বক্তব্যের পর বুধবার বেলা ১১টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন চিত্রনায়িকা বুবলী।
সেখানে শাকিব খানের উদ্দেশে ‘মিস্টার শাকিব খান’ সম্বোধন করে বুবলী লিখেছেন, ‘আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না।’ বুবলী সরাসরি শাকিব খানকে বলেছেন, ‘শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই; কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব।’
মন্তব্য করুন