- বিনোদন
- পোস্টারে ছয় মুখ, রহস্যঘেরা সিয়াম-মিমরা
পোস্টারে ছয় মুখ, রহস্যঘেরা সিয়াম-মিমরা

পোস্টারজুড়ে ডার্ক রঙের ৩০টির বেশি হুডি, কিন্তু মুখ দেখা যাচ্ছে মাত্র ছয় জনের!শনিবার ‘অন্তর্জাল’ছবির এমন রহস্যে ঘেরা পোস্টার প্রকাশিত হয়েছে। সিনেমাটির কলাকুশলীদরে দাবি, দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা এটি। পোস্টারে সেটারই রহস্য রাখা হয়েছে।
অন্তর্জাল নির্মাণ করেছেন ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’ খ্যাত দীপংকর দীপন। অভিনয়ে আছেন সময়ের জনপ্রিয় তারকারা। ফলে ছবিটা নিয়ে দর্শকের আগ্রহ যে খানিকটা বেশি হবে, তা সহজেই অনুমেয়।
প্রকাশিত পোস্টারে আছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান (কিটো ভাই) র মুখ। সবার পেছনে রহস্যময় চাহনিতে রয়েছেন অমিত সিনহা। তিনি সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন। পোস্টারটি তৈরি করেছেন সায়েম।
প্রযুক্তির উৎকর্ষে আগামীর যুদ্ধটা হবে সাইবারে। সেক্ষেত্রে দেশের যোদ্ধারা কতটা প্রস্তুত? এই ভাবনা থেকে নির্মিত হয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার ছবি ‘অন্তর্জাল’।
আরও পড়ুন
পরিচালক জানালেন, আগামী কোরবানির ঈদে ‘অন্তর্জাল’ আসবে চূড়ান্ত। এ মাসের মধ্যে সেন্সর হবে ‘অন্তর্জাল’র।
চরিত্রগুলো মানানসই করতে সিয়াম, মিম, সুমন, সুনেরাহ, সুমন দীর্ঘসময় দিয়েছেন। দীপন জানান, তাদের পারফর্মে তিনি রীতিমত মুগ্ধ। এ ছবিতে সিয়াম একজন ফ্রিল্যান্সার প্রোগ্রামারের চরিত্রে অভিনয় করেন।
মিম আসছেন সাইবার সিকিউরিটি অফিসারের চরিত্রে। সুনেরাহকে রোবট বানাতে দেখা যাবে। পাশা এবিএম সুমনকে সাইবার সিকিউরিটি অফিসারের মতো সিভিল পোশাকে দেখা যাবে।
মন্তব্য করুন