- বিনোদন
- মৃণাল সেন বলে গেছেন গণমানুষের কথা
জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা
মৃণাল সেন বলে গেছেন গণমানুষের কথা

মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় তাঁর জন্মভিটায় (বর্তমান মেজবান কমিউনিটি সেন্টার) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরেণ্য নির্মাতা মৃণাল সেনের চলচ্চিত্র ছিল ফ্যাসিবাদ বিরোধী। তিনি গণমানুষের কথা বলে গেছেন। মোবাইলসহ খারাপ আসক্তি থেকে তরুণ সমাজকে মুক্তি দিতে তাঁর কাজ ছড়িয়ে দিতে হবে।
আজ রোববার সন্ধ্যায় মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় তাঁর জন্মভিটায় (বর্তমান মেজবান কমিউনিটি সেন্টার) এক আলোচনা সভায় এ অভিমত দেন বক্তারা। ‘মৃণাল সেন জন্মশতবর্ষ উদযাপন কমিটি’র ব্যানারে গতকাল থেকে এখানে দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান করছে ফরিদপুর সাহিত্য পরিষদ।
পরিষদের সভাপতি অধ্যাপক এম এ সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাজাহান, মৃণাল সেন জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন, সদস্য সচিব মফিজ ইমাম মিলন প্রমুখ। মুখ্য আলোচক ছিলেন চলচ্চিত্র গবেষক ও মৃণাল সেন বিশেষজ্ঞ অনুপম হায়াৎ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘দেশের ভালো রাজনীতিক, পরিচালকরা তাঁদের অবর্তমানে ভালো কাজ করার মানুষ তৈরি করে যান না। ফলে ওই স্থানের দখল নেন খারাপ স্বভাবের মানুষ। এভাবে সমাজ ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এখানে খাদ্যের দুর্ভিক্ষ নিয়ে সিনেমা হলেও রুচির দুর্ভিক্ষ নিয়ে ছবি হয় না।’
অনুপম হায়াৎ বলেন, ‘মৃণাল সেন গণমানুষের কথা বলে গেছেন। তাঁর চলচ্চিত্র ছিল ফ্যাসিবাদ বিরোধী ও ব্যতিক্রমী নির্মাণশৈলীর। শব্দ ও চিত্রগ্রহণ থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণের প্রতিটি পর্যায়ে নতুনত্ব সংযোজন করেছেন তিনি।’
এদিকে, আগামীকাল সোমবার বিকেল ৪টায় ‘মৃণাল সেনের চলচ্চিত্র জীবন’ শীর্ষক আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দিবেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। এ ছাড়া স্মৃতিচারণ করে খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুন, ভারতের নাট্যকার ও গবেষক মলয়চন্দন মুখার্জি, চলচ্চিত্র পরিচালক তাপস কুমার দত্তের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সমাপনী দিনে ‘আপন ভূমিতে মৃণাল সেন’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এটি পরিচালনা করেছেন শুভঙ্কর পাল ও শরীফ খান।
মন্তব্য করুন