প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের অর্থ নিরাপদে, কম সময়ে ও সহজে প্রাপকের হাতে পৌঁছে দিতে পূবালী ব্যাংক এবং স্মল ওয়ার্ল্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন স্মল ওয়ার্ল্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস উত্তর ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর স্ট্যানলি ওয়াচ এবং পূবালী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক নিশাত মাইসুরা রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং স্মল ওয়ার্ল্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের গ্রুপ সিইও খালিদ ফিলাহি উপস্থিত ছিলেন।