- বিনোদন
- ঈদুল আজহায় দুই মাধ্যমেই থাকছেন মিম
ঈদুল আজহায় দুই মাধ্যমেই থাকছেন মিম

বিদ্যা সিনহা মিম
ঈদে দুই মাধ্যমে দেখা মিলবে নন্দিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। আসছে ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘অন্তর্জাল’। এরই মধ্যে ছবির পোস্টার উন্মোচন করা হয়েছে। পুরোদমে চলছে প্রচারণা। সাইবার থ্রিলার গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। এতে মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম, সুনেহরা প্রমুখ।
এই ছবির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। এতে মিমের বিপরীতে দেখা যাবে অভিনেতা এস এফ নাঈমকে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
একসঙ্গে সিনেমা ও ওয়েব সিরিজের মুক্তি নিয়ে মিম বলেন, ‘ঈদে দুই মাধ্যমে দুটি ভিন্ন ধরনের কাজের মধ্যে দিয়ে দর্শকের মুখোমুখি হবো– এটি অন্যরকম ভালোলাগার। সিরিজ ও সিনেমা দুটি ভিন্ন বিষয়, যার গল্প-চরিত্রেও আছে ভিন্নতা; মুক্তিও পাচ্ছে ভিন্ন মাধ্যমে। তাই দর্শকের কাছে আরও নতুনভাবে নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছি।’
মন্তব্য করুন