- বিনোদন
- শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন কাজী মতিউর রহমান
শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন কাজী মতিউর রহমান

শহীদ মুক্তিযোদ্ধা কাজী মতিউর রহমান। ছবি-সংগৃহীত
কাজী মতিউর রহমান তখন টগবগে যুবক। দেশজুড়ে বেজে ওঠে মুক্তিযুদ্ধের দামামা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দেন তিনি। স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বিজয়ের মাত্র ২০ দিন আগে শাহাদাত বরণ করেন বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া গ্রামের এই যুবক। কিন্তু এতদিন সেই স্বীকৃতি ছিল অধরা। অবশেষে গত ৫ জানুয়ারি বাংলাদেশ গেজেটের ৩৬৩৮ নম্বরে শহীদ কাজী মতিউর রহমানের নাম প্রকাশিত হয়।
সম্প্রতি সেই গেজেটের কপি হাতে পেয়েছে শহীদ পরিবার। এতে খুশি শহীদ পরিবারের সদস্য ও তাঁর সতীর্থ বীর মুক্তিযোদ্ধারা। তবে আজও তাঁর লাশ খুঁজে পাওয়া যায়নি। এ কারণে স্মৃতি সংরক্ষণ সম্ভব না হওয়ায় আক্ষেপ সবার। কাজী মতিউর রহমানের ভাতিজা কাজী মো. এনায়েত করিম ইনু তাঁর চাচার দেহাবশেষ খুঁজে বের করে নিজ বাড়িতে সমাহিত করে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ ও ঘাতকদের বিচারের দাবি জানিয়েছেন।
বানারীপাড়ার চাখার ফজলুল হক কলেজের তুখোড় ছাত্রলীগ নেতা ছিলেন কাজী মতিউর রহমান। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মাতৃভূমি রক্ষায় মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ২৬ নভেম্বর রাতে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ছারছিনায় আলবদরদের ঘাঁটিতে আক্রমণে অংশ নেন তিনি। এ সময় শত্রুপক্ষের বুলেটে এই দুঃসাহসী যোদ্ধার জীবন প্রদীপ নিভে যায়।
বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীরপ্রতীকের ভাষ্য, সরকার চাইলে এবং অনুসন্ধান চালালে আজও হয়তো কাজী মতিউর রহমানের কঙ্কাল উদ্ধার করা সম্ভব।
বানারীপাড়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্বে থাকা ইউএনও ফাতিমা আজরিন তন্বী বলেন, কাজী মতিউর রহমানের শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বানারীপাড়াবাসীর জন্য গৌরবের।
মন্তব্য করুন