এই মাঠেই মোহামেডানের কাছে হেরে ফেডারেশন কাপের শিরোপা হাতছাড়া হয়েছে আবাহনীর। সেই মাঠেই শুক্রবার ৩-০ গোলে জিতেছে আবাহনী। শেখ জামালকে হারিয়ে লিগে রানার্সআপ হওয়া নিশ্চিত করল আকাশী-নীল জার্সিধারীরা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটেই কিংসলে গোলে এগিয়ে যায় আবাহনী। কলিনদ্রেসের লং পাসে দুর্দান্ত হেডে জালভেদ করেন কিংসলে। প্রথমার্ধের যোগ করা সময়ে একক প্রচেষ্টার দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন এমেকা।

বিরতির পরও আক্রমণ চালিয়ে গেছে আবাহনী। ৪৮ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে কলিনদ্রেসের গোলে স্কোরলাইন ৩-০ করে আবাহনী। তিন গোলে পিছিয়ে থেকেও শেখ জামাল ম্যাচে ফেরার কম চেষ্টা করেনি। কিন্তু তাদের কোনও প্রচেষ্টাই গোলের মুখ দেখেনি।

আবাহনী ১৮ ম্যাচে ১১ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে শেখ জামাল চতুর্থ হারে আগের ২১ পয়েন্টে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। শেখ রাসেল ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ও এফসি উত্তরা ৫ পয়েন্ট নিয়ে তলানিতে আছে।