- বিনোদন
- মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণায় নৌকার প্রার্থী
সিলেট সিটি নির্বাচন
মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণায় নৌকার প্রার্থী

ছবি: সমকাল
প্রতীক বরাদ্দের পর শুক্রবার রাতে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। আর শনিবার দুপুরে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তিনি।
মাজার জিয়ারত শেষে আনোয়ারুজ্জামান নেতাকর্মী নিয়ে দোয়া করেন। পরে মাজার এলাকায় গণসংযোগ করে নৌকায় ভোট চান তিনি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।
এ ছাড়া আনোয়ারুজ্জামান গতকাল বলরাম আখড়া, মণিপুরী লোকনাথ মন্দির ও কালীঘাট কালীমন্দিরে পুণ্যার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অন্যদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল গতকাল বন্দরবাজার ও লালাবাজার এলাকায় প্রচারণা চালান।
মন্তব্য করুন